ডুয়ার্সের উন্নয়নে

বৃহস্পতিবার ওই কমিটির সদস্যরা প্রথমে মেটেলি ব্লকের বড়দিঘি চা-বাগানের ফ্যাক্টরিতে গিয়ে চা-উৎপাদনের প্রক্রিয়া দেখেন।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : গজলডোবা, (Gajaldoba) দেবীচৌধুরানির মন্দির-সহ বিভিন্ন কারখানাগুলি পরিদর্শনের পর ডুয়ার্সের (Duars) বিভিন্ন জঙ্গল, চা-বাগান ও পর্যটনকেন্দ্রগুলো (tourist spot) পরিদর্শন করল বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। বিধানসভার ১১ জন বিধায়ককে নিয়ে এই কমিটি চলতি মাসের ৮ তারিখে উত্তরবঙ্গে আসেন।

আরও পড়ুন-লজ্জার হার অধরা কাপ

সঙ্গে বিভিন্ন দফতরের আধিকারিকরা রয়েছেন। বৃহস্পতিবার ওই কমিটির সদস্যরা প্রথমে মেটেলি ব্লকের বড়দিঘি চা-বাগানের ফ্যাক্টরিতে গিয়ে চা-উৎপাদনের প্রক্রিয়া দেখেন। এর পরেই তাঁরা চলে যান গরুমারা জাতীয় উদ্যান এবং চাপড়ামারি জঙ্গলে। এই রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে পেশ করবে প্রতিনিধি দলটি। এর পরই শুরু হবে উন্নয়নের প্রক্রিয়া।

Latest article