এই হারের ব্যাখ্যা হয় না : দ্রাবিড়

রোহিত শর্মা, বিরাট কোহলিরা কি তাহলে কেরিয়ারের শেষ টি-২০ বিশ্বকাপ খেলে ফেললেন? ইংল্যান্ডের কাছে হারের পরেই প্রশ্নটা জোরালো ভাবে উঠছে

Must read

অ্যাডিলেড, ১০ নভেম্বর : রোহিত শর্মা, বিরাট কোহলিরা কি তাহলে কেরিয়ারের শেষ টি-২০ বিশ্বকাপ খেলে ফেললেন? ইংল্যান্ডের কাছে হারের পরেই প্রশ্নটা জোরালো ভাবে উঠছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে এই প্রসঙ্গে রাহুল দ্রাবিড়ের বক্তব্য, ‘‘সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা সময় এটা নয়। পরের টি-২০ বিশ্বকাপ ২০২৪ সালে। হাতে দু’বছর সময় আছে। আগামী দিনে অনেক টি-২০ ম্যাচ রয়েছে। সেগুলো খেলেই পরের বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া যাবে। দলে বেশ কিছু দুর্দান্ত ক্রিকেটার রয়েছে।’’

আরও পড়ুন-ডুয়ার্সের উন্নয়নে

টিম ইন্ডিয়ার কোচ যখন এই কথা বলছেন, তখন তাঁর শরীরী ভাষায় হতাশার ছাপ স্পষ্ট। দ্রাবিড় বলেন, ‘‘সেমিফাইনালের হারটা হতাশাজনক। আমরা ফাইনালে উঠতে চেয়েছিলাম। তবে ইংল্যান্ড আজ আমাদের সব বিভাগে বিধ্বস্ত করেছে। এমন হারের ব্যাখ্যা দেওয়া কঠিন। প্রথম ছ’ওভারেই ম্যাচটা হেরে গিয়েছি।’’
ইংল্যান্ডের অনেক ক্রিকেটারই অস্ট্রেলিয়ার টি-২০ লিগ বিগ ব্যাশে খেলে থাকেন। এটা কি জস বাটলারদের বাড়তি সুবিধে করে দিয়েছে? যেখানে বিবিসিআই ভারতীয় ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেয় না। দ্রাবিড়ের উত্তর, ‘‘বিগ ব্যাশ খেলে বলে অবশ্যই ইংল্যান্ডের ক্রিকেটাররা বাড়তি সুবিধে পেয়েছিল। কিন্তু ভারতীয় ক্রিকেটের পক্ষে এটা কঠিন। কারণ বিদেশি লিগের খেলা যখন চলে, তখন ভারতীয় ঘরোয়া ক্রিকেট মরশুম।’’

আরও পড়ুন-লজ্জার হার অধরা কাপ

রোহিতদের কোচের বাড়তি সংযোজন, ‘‘আমাদের বোর্ড ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার অনুমতি দিলে তার প্রভাব পড়বে রঞ্জি ট্রফিতে। যা ভারতীয় টেস্ট দলের সাপ্লাই লাইন। আর এর ফল ভোগ করবে টেস্ট দল। টেস্ট খেলার মতো ক্রিকেটার তৈরি হবে না।’’

Latest article