সংবাদদাতা, মালদহ : শুধু ভোট নয়। সারাবছরই সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস। তাই জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের সভায় উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। মঙ্গলবার মালদহের সুজাপুরের সভাতেও দেখা গেল এমনই দৃশ্য। চরম রোদ, গরম আবহাওয়াকে উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পেয়ে আপ্লুত মানুষ হাজির হয়েছিলেন। মানুষের এই বিপুল সমর্থন যে পঞ্চায়েত ভোটে প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তাই উন্নয়নকে হাতিয়ার করেই সুজাপুর বিধানসভা এলাকায় ভোটে জিততে মরিয়া তৃণমূল।
আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ হায়দরাবাদে
সেই লক্ষ্যে মঙ্গলবার এক সাংগঠনিক সভার আয়োজন করে কালিয়াচক ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। নওদা যদুপুর ইদগাহ ময়দানে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আবদুর রহিম বক্সি, চেয়ারম্যান সমর মুখার্জি, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, সভাধিপতি এটিএম রফিকুল হোসেন, কালিয়াচক ১ নম্বর ব্লক সভাপতি সামিজুদ্দিন আহমেদ প্রমুখ। কালিয়াচক ব্লকের ১৪টি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। জেলা সভাপতি আবদুর রহিম বক্সি একযোগে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের কাজ করার আহ্বান জানান। রাজ্য সরকারের উন্নয়নকে তুলে ধরে মানুষের কাছে পৌঁছনোর বার্তা দেন।
আরও পড়ুন-প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জের, কর্নাটকে আটকে বিজেপির প্রার্থী তালিকা
মুখ্যমন্ত্রীর উন্নয়নের খতিয়ান তুলে ধরে সভায় একের পর এক তৃণমূল নেতৃত্ব যখন বলছেন, তাঁদের সমর্থন জানান উপস্থিত সাধারণ মানুষও। সকলেই বলেন, বিজেপি এলাকার কোনও উন্নয়ন করেনি এবং ভোটের সময় মিথ্যে প্রতিশ্রুতি দেয়। শুধু পঞ্চায়েত নির্বাচনের আগে নয়, রাজ্যের মানুষের সঙ্গে নিবিড় জনসংযোগ তৈরি করতে একের পর এক সভা করে চলেছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকটি সভাতে দেখা গিয়েছে জনজোয়ার। দিদির দূত কর্মসূচি এবং দুয়ারে সরকারে ব্যাপক সহায়তা পেয়ে আপ্লুত মানুষ।