পঞ্চায়েতের বকেয়া দিতে বাধ্য হল কেন্দ্র

একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রীর ন্যায্য দাবির কাছে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার

Must read

প্রতিবেদন : একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের বরাদ্দ নিয়ে মুখ্যমন্ত্রীর ন্যায্য দাবির কাছে কিছুটা নতি স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রের মোদি সরকার। গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে আরও প্রায় ৯৭৯ কোটি ছাড়ল কেন্দ্র। এই টাকা মূলত গ্রামীণ এলাকার সড়ক, পানীয় জল, জঞ্জাল অপসারণের মতো পরিকাঠামো উন্নয়নের কাজে খরচ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন প্রকল্পের বকেয়া বরাদ্দের দাবিতে কলকাতার বুকে দু’দিন লাগাতার ধরনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ হায়দরাবাদে

তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পরিষদীয় প্রতিনিধিদের নিয়ে মঙ্গলবার দিল্লিতে দরবার করার প্রস্তুতি নিয়েছেন। তার আগেই এই যৌথ চাপের কাছে মাথা নত করেই কেন্দ্র রাজ্যের বকেয়া কিছুটা হলেও মিটিয়ে দেওয়ার পথে হাঁটল বলে প্রশাসনিক মহলের অভিমত। এর আগেই কেন্দ্রীয় সরকার মিড ডে মিল ও সমগ্র শিক্ষা মিশন প্রকল্পে গত অর্থ বছরে রাজ্যের জন্য বরাদ্দ ৬৩৮ কোটি টাকা দিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুধু পশ্চিমবঙ্গই নয়, গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, রাজস্থানকেও গ্রামোন্নয়ন খাতে এই টাকা দেওয়া হয়েছে।

আরও পড়ুন-প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জের, কর্নাটকে আটকে বিজেপির প্রার্থী তালিকা

গত আর্থিক বছরের বরাদ্দের দ্বিতীয় পর্যায়ের এই টাকা দেওয়া হল। যা শর্তাধীন তহবিল বা টায়েড ফান্ডের এই টাকা খরচ করতে হবে। শৌচালয় তৈরি, জঞ্জাল পরিষ্কার, পানীয় জল, বৃষ্টির জল ধরে তা ব্যবহারযোগ্য করার কাজে এই টাকা ব্যবহার করতে হবে। জঞ্জাল পরিশোধনেও এই টাকা খরচ করা যাবে। গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সংসদ ডেকে বৈঠক করে প্রকল্প তৈরি করে তা করা বাধ্যতামূলক।

Latest article