গ্যালারিতে বসে দিল্লির খেলা দেখলেন ঋষভ

একজনের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ঢোকেন তিনি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ঋষভের ছবি ফুটে উঠতেই হাততালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম

Must read

নয়াদিল্লি, ৪ এপ্রিল : দুর্ঘটনার পর প্রথমবার জনসমক্ষে এলেন ঋষভ পন্থ। মঙ্গলবার কোটলার ভিআইপি গ্যালারিতে বসে দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্সের ম্যাচ দেখলেন ঋষভ। অস্ত্রোপচারের পর এখনও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। তাই ঋষভের জন্য বিশেষ র‍্যাম্প তৈরি করা হয়েছিল। খেলা শুরু হওয়ায় কিছুটা পর সাদা টি-শার্ট ও কালো শর্টস পরে মাঠে ঢোকেন ঋষভ। তাঁর ডান হাঁটুতে লাগানো ছিল নি-ক্যাপ। হাতে ক্রাচ। একজনের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ঢোকেন তিনি। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ঋষভের ছবি ফুটে উঠতেই হাততালিতে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।

আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ হায়দরাবাদে

এদিকে, ডাগ আউটে ঋষভ পন্থের জার্সি রেখেছিল দিল্লি ক্যাপিটালস। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথম ম্যাচে দেখা যায় দিল্লির ডাগ আউটে ঝুলছে পন্থের জার্সি। কোচ রিকি পন্টিং টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছিলেন, পন্থ দলের লিডার। তাঁরা এমনটা করতে চান। কিন্তু দিল্লির এই কাজে খুশি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই মনে করছে, অতিরিক্ত আবেগ, দুঃখপ্রকাশ করছে দিল্লি। সূত্রের খবর, বিসিসিআই-এর তরফে খুব আন্তরিকভাবেই দিল্লিকে এই কাজ করতে নিষেধ করা হয়েছে। বোর্ডের তরফে বলা হয়েছে, ‘‘একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ডাগ আউটে জার্সি ঝুলিয়ে প্রদর্শন করা হতে পারে সাধারণত কেউ প্রয়াত হলে বা অবসর নিলে। এখানে কোনওটাই হয়নি। ঋষভ ভাল আছে। ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। দিল্লিকে অনুরোধ করা হচ্ছে, ভবিষ্যতে এই কাজ যেন আর না করা হয়।’’

আরও পড়ুন-প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জের, কর্নাটকে আটকে বিজেপির প্রার্থী তালিকা

আইপিএল শুরুর আগে পন্টিং বলেছিলেন, ‘‘ভাল হত যদি প্রত্যেকটা ম্যাচে পন্থকে ডাগ আউটে আমার পাশে পেতাম। কিন্তু সেটা যদি সম্ভব না হয়, তাহলে অন্য কোনও উপায়ে ওকে দলের সঙ্গে রাখার চেষ্টা করব আমরা। আমাদের জার্সি বা টুপিতে ওর জার্সি নম্বর লিখে রাখা যেতে পারে। এটাই আমরা মনে করিয়ে দিতে চাই, যে ঋষভই আমাদের দলের আসল নেতা।’’

Latest article