বেতন কমাবেন না, সিদ্ধান্তে অনড় মেসি, পিএসজিতে থাকা নিয়ে অনিশ্চয়তা

লিওনেল মেসিকে কি নতুন মরশুমে পিএসজির জার্সিতে দেখা যাবে? জুলাই মাসে ক্লাবের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

Must read

প্যারিস, ৪ এপ্রিল : লিওনেল মেসিকে কি নতুন মরশুমে পিএসজির জার্সিতে দেখা যাবে? জুলাই মাসে ক্লাবের সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পিএসজি তাঁর সঙ্গে নতুন চুক্তি করতে আগ্রহী। কিন্তু তারা চাইছে, মেসির বেতন ২৫ শতাংশ কমাতে। কারণ বর্তমান চুক্তি অনুযায়ী মেসিকে বেতন দিতে গেলে আর্থিক সমস্যার মুখে পড়বে ক্লাব। সেক্ষেত্রে

আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ হায়দরাবাদে

দলের অন্য ফুটবলারদের বেতনে কাটছাঁট করতে হবে।
যদিও মেসি ক্লাব কর্তাদের সাফ জানিয়েছেন, তিনি বেতন কমাবেন না। উল্টে বেতন বাড়িয়ে সতীর্থ কিলিয়ান এমবাপের সমান অর্থ দাবি করেছেন। আর এতেই বিপাকে পিএসজি। মেসির বাবা তথা এজেন্ট জর্জের সঙ্গে এই বিষয়ে আলোচনা চালাচ্ছেন ক্লাব কর্তারা। কিন্তু মেসি নিজের সিদ্ধান্তে অনড়।

আরও পড়ুন-প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জের, কর্নাটকে আটকে বিজেপির প্রার্থী তালিকা

এদিকে, মেসিকে সই করাতে মরিয়া আমেরিকার মেজর সকার লিগের একাধিক ক্লাব। আর্জেন্টাইন মহাতারকাকে সই করাতে যে বিপুল অর্থের প্রয়োজন, তা জোগাড় করার জন্য মার্কিন লিগের ২৯টি ক্লাব এককাট্টা হয়েছে। তারা সবাই মিলে মেসির বেতনের অর্থ দেবে। তার পর মেসি ঠিক করবেন, এই ক্লাবগুলোর মধ্যে তিনি কোন ক্লাবে খেলবেন। তবে মেসি যদি শেষ পর্যন্ত পিএসজি ছাড়েন, তাহলে তিনি ফিরতে পারেন পুরনো ক্লাব বার্সেলোনায়। মেসির ক্যাম্প ন্যু-তে ফেরার জল্পনা আরও উসকে দিয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। মেসির প্রাক্তন সতীর্থ সাফ জানিয়েছেন, ‘‘আমরা লিওকে স্বাগত জানাতে তৈরি। ব্যক্তিগতভাবে আমি চাই, ও বার্সেলোনা থেকেই অবসর নিক।’’

আরও পড়ুন-বিএসএফের আতঙ্কে থমথমে গীতালদহ

মেসিকে বার্সেলোনায় ফেরার পরামর্শ দিয়েছেন থিয়েরি অঁরিও। প্রাক্তন ফরাসি তারকা বলেছেন, ‘‘পিএসজিতে মেসি সুখে নেই। আগের ম্যাচে হারের পর ঘরের মাঠেই মেসিকে যেভাবে বিদ্রুপের শিকার হতে হয়েছে, তা লজ্জার। আমি চাইব, মেসি বার্সেলোনায় ফিরে যাক।’’

Latest article