জেতালেন সুদর্শন

ঋদ্ধিমান সাহা চার-ছয় দিয়ে শুরু করছেন। তারপর শুভমন গিল খেলা ধরে নিচ্ছেন। আমেদাবাদের পর দিল্লিতেও ব্যাপারটা সেদিকে গড়াচ্ছিল।

Must read

নয়াদিল্লি, ৪ এপ্রিল : আইপিএল মানেই রোজ নতুন নায়ক। মঙ্গলবার যেমন সাই সুদর্শন। চাপ থেকে গুজরাট টাইটান্সকে টেনে তুললেন। শেষপর্যন্ত ৬২ নট আউট। দলকে ৬ উইকেটে জিতিয়ে আনলেন তিনি। তবে ১০৭ রানে চতুর্থ উইকেট চলে যাওয়ার পর সুদর্শনকে সঙ্গ দিলেন মিলার (৩১ নট আউট)। দু’জনে মিলে ৫৬ রান তুলে কোটলায় দিল্লির স্বপ্ন ভেঙে দিলেন।

আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ হায়দরাবাদে

ঋদ্ধিমান সাহা চার-ছয় দিয়ে শুরু করছেন। তারপর শুভমন গিল খেলা ধরে নিচ্ছেন। আমেদাবাদের পর দিল্লিতেও ব্যাপারটা সেদিকে গড়াচ্ছিল। শুধু নর্তজে এসে হিসাব গন্ডগোল করে দেন। এই দু’জনকে যখন তুলে নিলেন, গুজরাট টাইটান্সের রান ৩৬-২, বেশ চাপে।
১৬৩ তাড়া করতে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হল হার্দিক (৫) ফিরে যেতেই। গুজরাট ৫৪-৩। ঋষভ পন্থকে গ্যালারিতে বসে খেলা দেখতে দেখা গেল এদিন। কিন্তু দিল্লির জয় দেখে যেতে পারলেন না তিনি।

আরও পড়ুন-প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জের, কর্নাটকে আটকে বিজেপির প্রার্থী তালিকা

টপ অর্ডারে পৃথ্বী শ ও মিচেল মার্শ রান না পাওয়ায় দিল্লির রান অবশ্য ১৬২-তেই আটকে গিয়েছে। পৃথ্বী (৭) আর মার্শ (৪), দু’জনকে ফেরত পাঠালেন শামি। টপ অর্ডার রান না পাওয়া ও গোটা ইনিংসে একজন ব্যাটারও চল্লিশের ওপারে যেতে না পারা দিল্লির বড় রান করতে না পারার কারণ। হয়নি পার্টনারশিপও।

আরও পড়ুন-বিএসএফের আতঙ্কে থমথমে গীতালদহ

ওয়ার্নার ৩৭ রান করে জোসেফের বলে বোল্ড হয়ে গেলেন। বাকি যে দু’জন তিরিশের ঘরে রান করেছেন, তাঁরা হলেন ইমপ্যাক্ট প্লেয়ার সরফরাজ খান (৩০) ও অক্ষর প্যাটেল (৩৬)। ঋষভ পন্থের বদলি হিসেবে অভিষেক পোড়েলকে নিয়েছে দিল্লি। এই ম্যাচে তাঁকে খেলালেন ওয়ার্নাররা। বঙ্গ কিপার-ব্যাটার দুটি ছক্কায় ১১ বলে ২০ রান করে গেলেন।

Latest article