সংবাদদাতা, কাঁথি ও তমলুক : একশো দিনের প্রকল্প-সহ ১০৭টি প্রকল্পের বিশাল অঙ্কের টাকা কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে দিচ্ছে না। এই বঞ্চনা সত্ত্বেও সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের টাকায় রাজ্য জুড়ে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের কাজ শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, খেজুরি, পটাশপুর, রামনগর, চণ্ডীপুর, কাঁথি, দেশপ্রাণ ব্লক-সহ নানা জায়গায় এই প্রকল্পের কাজ হবে। সেই নিয়ে বৃহস্পতিবার কাঁথি ১৯ নম্বর ওয়ার্ডে সাংবাদিক সম্মেলন করেন কাঁথি সাংগঠনিক তৃণমূল সভাপতি ও এগরার বিধায়ক তরুণকুমার মাইতি।
আরও পড়ুন-পথশ্রী-রাস্তাশ্রী পথ বেঁধে দেবে বন্ধনহীন গ্রন্থি, স্ববিরোধিতায় ভুগছে বিজেপি : তাপস
কোথায় কত পরিমাণ রাস্তা হবে, তার জন্য কত খরচ হবে এবং জেলা পরিষদ বা ব্লক প্রশাসন কিংবা কারা সেই রাস্তা তৈরি করবে, সেই নিয়ে একটি রূপরেখা এদিন তুলে ধরেন তরুণ। হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর বলেন, সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও মুখ্যমন্ত্রী নানা প্রকল্পের মাধ্যমে পরিষেবা দেওয়ার কাজ করছেন। ছিলেন কাঁথি টাউন তৃণমূল সভাপতি হরিসাধন দাস অধিকারী, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি ও রঞ্জিত মণ্ডল প্রমুখ। এদিন তমলুকে রাস্তাশ্রী, পথশ্রী প্রকল্প নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কমিটির সভাপতি ও বিধায়ক অধ্যাপক ড. সৌমেনকুমার মহাপাত্র। তমলুক মানিকতলা জেলা পার্টি কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনে সৌমেন জেলার বিভিন্ন ব্লকে অত্যন্ত এলাকাগুলোতে রাস্তাশ্রী প্রকল্পে নতুন রাস্তা তৈরির রূপরেখা তুলে ধরেন। ছিলেন শেখ সুফিয়ান, চঞ্চল খাড়া প্রমুখ।