উন্নয়নই ক্ষমতায় ফেরাবে তৃণমূলকে

দুর্গাপুর নগর নিগম

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : শিল্পনগরী দুর্গাপুরে (Durgapur- TMC) কয়েকটি বহুজাতিক সংস্থা বিনিয়োগে উৎসাহ দেখানোর পর এলাকার খোলনলচে বদলে দেওয়ার নীল নকশা তৈরি করে ফেলেছে দুর্গাপুর নগর নিগম। আসানসোল পুর নিগম এবং লোকসভার উপনির্বাচনে বিপুল জয় দুর্গাপুরের তৃণমূল নেতা-কর্মীদের মনোবল বাড়িয়ে দিয়েছে। আসানসোল লোকসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে আনতে সমর্থ হয় তৃণমূল। জয়ের এই ধারাবাহিকতা নিগম নির্বাচনেও বজায় থাকবে বলে মনে করেন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। বলেন, ‘৪৩টি ওয়ার্ডে চলছে উন্নয়ন যজ্ঞ। ২২ নম্বর ওয়ার্ডের অধীন অম্বুজা উপনগরীর রাস্তাগুলি আন্তর্জাতিক মানের করা হচ্ছে। দুর্গাপুর পশ্চিমে বড় এলাকা জুড়ে রয়েছে কলকারখানা। এডিডিএ-র সহযোগিতায় পরিকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হয়েছে।’ ওয়ার্ডগুলির বকেয়া কাজ যুদ্ধকালীন তৎপরতায় সেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নিগম। পাঁচ বছরে বস্তি উন্নয়ন, পানীয় জল ও বিদ্যুতের নতুন সংযোগ, রাস্তাঘাট ঢেলে সাজানো এবং স্বাস্থ্যক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করেছে বর্তমান পুর বোর্ড। উন্নয়নের নিরিখে তৃণমূল (Durgapur- TMC) ক্ষমতায় ফিরবে বলে জানান মেয়র।

আরও পড়ুন: বিশ্বভারতী: স্বাধীনতা দিবসের মঞ্চে উপাচার্যের ঘৃণ্য রাজনীতি

Latest article