নবরূপ পেল মহাজাতি সদন

Must read

সুমন তালুকদার: স্বাধীনতার ৭৫তম বর্ষে নতুন রূপ পেল বাংলার গৌরব মহজাতি সদন (Mahajati Sadan)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উদ্যোগে ১৩ কোটি টাকা ব্যয়ে মহাজাতি সদনের সংস্কার করা হয়েছে। ৮৪তম প্রতিষ্ঠা দিবসে তার গরিমা নিয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ তথা শিক্ষাবিদ সৌগত রায়। তিনি বলেন আজ থেকে ৮৪ বছর আগে আজকের দিনে রবীন্দ্রনাথ ঠাকুর ও সুভাষচন্দ্র বসু এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। যেখানে বামেরা একসময় বিশ্বকবিকে বুর্জোয়া কবি বলে কটাক্ষ করেছিল সেখানে দাঁড়িয়ে আজকের দিনে দুই মনীষীর তাৎপর্য ও ভারতে স্বাধীনতায় রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্রের ভূমিকার ব্যাখ্যা করেন পড়ুয়াদের সামনে। এদিনের অনুষ্ঠানে সৌগত রায় ছাড়াও বক্তব্য রাখেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, অছি পরিষদের সদস্য তথা কলকাতা বইমেলার সভাপতি সুধাংশুশেখর দে। এছাড়াও ছিলেন মহাজাতি সদনের অছি পরিষদের চেয়ারম্যান তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ থেকে ২০১৯ পর্যন্ত ১৩ কোটি টাকা ব্যয়ে মহাজাতি সদনের (Mahajati Sadan) আধুনিকীকরণ করেছেন। এমন ঐতিহ্যবাহী মহাজাতি সদন বাম জামানায় অবহেলায় পড়েছিল। এমনকী বাংলার এই দুই কৃতী সন্তানকেও বাম জামানায় অবহেলার চোখে দেখা হত। অথচ এঁরা না থাকলে আমাদের স্বাধীনতা পেতে আমাদের আরও পিছিয়ে যেতে হত।

আরও পড়ুন: বিশ্বভারতী: স্বাধীনতা দিবসের মঞ্চে উপাচার্যের ঘৃণ্য রাজনীতি

Latest article