লাইসেন্স বাতিল

Must read

বিমানযাত্রায় বিঘ্ন। যার জেরে আহত হয়েছিলেন একাধিক যাত্রী সহ কেবিন ক্রুরাও। ঘটনার তদন্তে নেমে দেখা যায় পাইলটের ভুলেই দুর্ঘটনায় পড়েছিল বিমানটি। তদন্ত রিপোর্ট সামনে আসতেই কড়া ব্যবস্থা নিল ডিজিসিএ। বাতিল হল ওই পাইলটের লাইসেন্স (Licence)। সূত্রের খবর, গত মে মাসে মুম্বই-দুর্গাপুরগামী স্পাইসজেটের একটি বিমান অবতরণের সময় ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিল। যার জেরে তিনজন ক্রু ও ১৪ জন যাত্রী আহত হয়েছিলেন। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল এয়ার টারবুলেন্সে পড়েই ওই দুর্ঘটনা। পরে তদন্তে জানা যায়, বিমানের সহ পাইলটের দেওয়া তথ্য উপেক্ষা করেছিলেন পাইলট। আর তার জেরেই ওই দুর্ঘটনা।

আরও পড়ুন: মানুষের ক্ষোভের মুখে কেন্দ্রীয় দল

Latest article