আজ ধরনা, কাল সমাবেশ, ৬-এ দিল্লি

আজ, শুক্রবার বাংলার বকেয়া আদায়ে কলকাতায় আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : আজ (today), শুক্রবার বাংলার বকেয়া (dues) আদায়ে কলকাতায় (Kolkata) আম্বেদকরের মূর্তির সামনে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী (Chief minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩ ফেব্রুয়ারি গোটা বাংলা থেকে বঞ্চিতরা আসছেন ধরনাস্থলে। নেত্রী তাঁদের নিয়ে ওইদিন প্রতিবাদ-সমাবেশ করবেন।

আরও পড়ুন-দিনের কবিতা

বৃহস্পতিবার শান্তিপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, শুক্রবার থেকে ৪৮ ঘণ্টা ধরনায় বসবেন তিনি। তারপর নেতৃত্ব দেবে ছাত্র-যুবরা। তাঁর নির্দেশ, গোটা বাংলা জুড়ে জেলায়, ব্লকে এই কর্মসূচি করবে দল। আগামী ৬ ফেব্রুয়ারি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৭–এ বৈঠক৷

Latest article