বাঘের সঙ্গে লড়াই করে প্রাণরক্ষা

রায়বাঘিনী৷ বছর ষাটের ফতেমা বিবি বাঘের সঙ্গে লড়াই করে জীবন বাঁচিয়ে ফিরলেন বাড়িতে৷ বৃহস্পতিবার গোটা গ্রাম জুড়ে শুধু তাঁরই কথা৷

Must read

বাসুদেব ভট্টাচার্য, জলপাইগুড়ি: রায়বাঘিনী৷ বছর ষাটের ফতেমা বিবি বাঘের সঙ্গে লড়াই করে জীবন বাঁচিয়ে ফিরলেন বাড়িতে৷ বৃহস্পতিবার গোটা গ্রাম জুড়ে শুধু তাঁরই কথা৷
বাড়ির পাশে সোনাখালি জঙ্গলে গরু আনতে গিয়েছিলেন ফতেমা৷ এলাকাটি ধূপগুড়ির সাঁকোয়াঝোরা সোনাখালি পঞ্চায়েতে৷ গরুর খোঁজে ঢুকে পড়েছিলেন জঙ্গলের অনেকটা অন্দরে৷ অন্ধকার হয়ে আসছিল৷ বুক ধড়ফড়ানি যে ছিল না তা বললে ভুল ​হবে৷ প্রবাদে আছে, যেখানে বাঘের ভয়, সেখানে সন্ধে হয়…৷

আরও পড়ুন-আজ ধরনা, কাল সমাবেশ, ৬-এ দিল্লি

ঘটলও তাই৷ হঠাৎ অন্ধকার থেকে বেরিয়ে এল চিতাবাঘ৷ বৃদ্ধা বুঝলেন হয় লড়াই, নয় মৃত্যু৷ কুঁকড়ে যাওয়া শরীরে সাহস সঞ্চয় করে শক্ত করে ধরলেন কাটারি৷ চিতা ঝাঁপ দিতেই কাঠারির কোপ৷ সোজা বিঁধল ঘাড়ে৷ চিতাও ছাড়ার পাত্র নয়৷ আরও দু–দুবার হামলা৷ পাল্টা কাঠারির কোপ৷ আঁচড়ে ক্ষতবিক্ষত হলেন৷ বেগতিক বুঝে পালাল চিতাবাঘ৷ বাড়ি ফিরতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে৷ সকলেই কুর্ণিশ জানাচ্ছেন ‘রায়বাঘিনী’ ফতেমাকে৷

Latest article