ফের জয়, ছুটছে ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবার ২ সালকিয়া ফ্রেন্ডস ১

Must read

প্রতিবেদন : সুপার সিক্স নিশ্চিত করার লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেল ডায়মন্ড হারবার এফসি (DHFC vs Salkia Friends)। বুধবার বাটা মাঠে সালকিয়া ফ্রেন্ডসকে ২-১ গোলে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুলল কিবু ভিকুনার দল। টানটান উত্তেজনার মধ্যে একেবারে শেষ মুহূর্তে গোল করে দলকে রুদ্ধশ্বাস জয় উপহার দেন শিহাদ নেলিপারম্বন। দ্বিতীয়ার্ধে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন শিহাদ। ইনজুরি টাইমের ১০ মিনিটের মাথায় গোল করে ম্যাচের নায়ক বনে গেলেন তিনি। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ১০ পয়েন্ট হল ডায়মন্ড হারবারের। আপাতত লিগ টেবিলের শীর্ষে তারা।

খুব বেশিদিন হয়নি দলের দায়িত্ব নিয়েছেন কিবু। কিন্তু অল্পদিনেই ফুটবলারদের পাসিং ফুটবলটা ভালই রপ্ত করিয়েছেন স্প্যানিশ কোচ। এদিনও ম্যাচের শুরু থেকেই ম্যাচের দখল নিজেদের হাতে তুলে নিয়েছিলেন কিবুর ফুটবলাররা। তবে কিছুতেই গোলের মুখ খুলছিল না। অবশেষে ৩৭ মিনিটেই গোল তুলে নেয় ডায়মন্ড হারবার (DHFC vs Salkia Friends)। চমৎকার গোল করেন সফিক আলি গায়েন। আগের ম্যাচে হাওড়া ইউনিয়নের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন সফিক। এদিনও গোল পেলেন। যত দিন যাচ্ছে, ততই নিজের জাত চেনাচ্ছেন ডায়মন্ড হারবারের এই তরুণ তুর্কি।

আরও পড়ুন: মোহনবাগানের খেলা হলেই মুখ্যমন্ত্রীর মা কালীবাড়িতে পুজো পাঠাতেন, ক্লাব তাঁবু উদ্বোধনে নস্টালজিক মমতা বন্দ্যোপাধ্যায়

তবে দ্বিতীয়ার্ধে (৫৭ মিনিটে) ফ্রিকিক থেকে সেই গোল শোধ করে দিয়েছিলেন সালকিয়ার সুমন। এরপর ডায়মন্ড হারবারের উপরে কিছুটা চাপ তৈরি করেছিল সালকিয়া। যদিও পরিস্থিতি সামাল দিতে কিবু মাঠে নামিয়ে দেন শিহাদ, আশিস দেওয়ান, ফুলচাঁদ হেমব্রম, সাগর হাঁসদাদের। এরপরেই খেলায় ফিরে এসেছিল ডায়মন্ড হারবার। শেষ পর্যন্ত শিহাদের গোলে কিবুর মুখে হাসি ফোটে। ম্যাচের পর ডায়মন্ড হারবারের সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল জানান, ‘‘দ্বিতীয়ার্ধের কিছু সময় বাদ দিলে দল ভালই খেলেছে। এই তিন পয়েন্ট খুব জরুরি ছিল।’’

Latest article