মুম্বই, ১৪ এপ্রিল : বিশ্বকাপ জয়ের মাঠে মাত্র চার বল খেলেই ফিরিয়ে আনলেন ১৩ বছর আগের স্মৃতি। ওয়াংখেড়েতে রয়েছে তাঁর বিশ্বকাপ জেতানো কালজয়ী ছক্কা। সেই মাঠেই আইপিএলের ‘এল ক্লাসিকো’য় মাত্র চার বল খেলে ছক্কার হ্যাটট্রিক মহেন্দ্র সিং ধোনির। দুর্দান্ত বোলিং করলেন মাথিশা পাথিরানা। মাহি-পাথি ঝড়ে ম্লান রোহিত শর্মার সেঞ্চুরি। ওয়াংখেড়ের দর্শকদের পয়সা উসুল। চেন্নাই সুপার কিংসের তোলা ২০৬/৪ রানের জবাবে মুম্বই ইন্ডিয়ান্স থেমে গেল ১৮৬/৬ রানে। ২০ রানে জিতে পয়েন্ট টেবলে তিন নম্বরে উঠে এল সিএসকে। মুম্বই আট নম্বরে।
আরও পড়ুন-ফের বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর
হার্দিক পান্ডিয়া তাঁকে গুরু মানেন। ক্রিজে এসে ইনিংসের শেষ ওভারে হার্দিকের প্রথম তিনটি বলই গ্যালারিতে ফেলেন ২৫০তম আইপিএল ম্যাচ খেলতে নামা ধোনি। শেষ বলে ২ রান নেন। টানা তিন ছক্কায় তাঁর ৪ বলে ২০ নট আউট ক্যামিওতে ভর করে দুশো পেরোয় সিএসকে। ধোনির এই রানটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিল। ২০৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল মুম্বই। ঈশান কিশান (২৩) ও সূর্যকুমার যাদবকে (০) একই ওভারে ফিরিয়ে পাথিরানা ধাক্কা দিলেও তা সামলে নিয়ে রোহিতের ব্যাটে এগোচ্ছিল মুম্বই। কিন্তু মাঝের ওভারে ফের লঙ্কা পেসারের ধাক্কা। তিলক ভার্মা, রোমারিও শেফার্ডকে আউট করেন পাথিরানা। আস্কিং রেট বাড়তে থাকায় বড় শট খেলতে গিয়ে ফেরেন হার্দিক পান্ডিয়া, টিম ডেভিড। শেষ পর্যন্ত টিকে থেকে ওয়াংখেড়েতে প্রথম আইপিএল সেঞ্চুরি করলেও দলকে জেতাতে পারেননি রোহিত (৬৩ বলে ১০৫ অপরাজিত)। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা পাথিরানা।
আরও পড়ুন-বিজেপি নেতাদের গাড়িতে টাকার পাহাড়
ধোনি ধামাকার আগে ওয়াংখেড়ের বাইশ গজে রাজ করেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবে। ওপেনিংয়ে আজিঙ্ক রাহানেকে জায়গা ছেড়ে দিয়েছিলেন ঋতুরাজ। কিন্তু সিদ্ধান্ত খাটেনি। রাহানে (৫) ও রাচিন রবীন্দ্র (২১) ফেরার পর তৃতীয় উইকেট জুটিতে ঋতুরাজ ও শিবম যোগ করেন ৯০ রান। ঋতুরাজ (৬৯) আউট হন হার্দিকের বলে। শিবম (৩৮ বলে ৬৬ অপরাজিত) দুরন্ত ইনিংস খেলেন। বোলার হার্দিক রান খরচ করলেও দু’টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।