বিজেপি নেতাদের গাড়িতে টাকার পাহাড়

এরপরই সন্দেহজনক সম্পত্তি হিসাবে বাজেয়াপ্ত করা হয় ওই টাকা। এই ঘটনার পর থেকেই বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি।

Must read

প্রতিবেদন : ভোটের মুখে বিজেপি নেতা-নেত্রীর গাড়ি থেকে উদ্ধার হল লাখ লাখ টাকা। শনিবার রাতে নাকা চেকিং চলাকালীন জলপাইগুড়ির বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিকের গাড়ির সিটের নিচ থেকে ৯ লক্ষ ৫ হাজার টাকা উদ্ধার হয়। এছাড়াও জলপাইগুড়ির আর এক বিজেপি নেতা রাকেশ নন্দীর গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২০ হাজার টাকা। দীপা বণিকের গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি টাকার কথা স্বীকার করে নেন। যদিও এই টাকার কোনও বৈধ নথি দিতে পারেননি।

আরও পড়ুন-দিনের কবিতা

এরপরই সন্দেহজনক সম্পত্তি হিসাবে বাজেয়াপ্ত করা হয় ওই টাকা। এই ঘটনার পর থেকেই বেজায় অস্বস্তিতে পড়েছে বিজেপি। কার্যত মুখে কুলুপ এঁটেছে রাজ্য নেতৃত্ব। প্রশ্ন উঠছে, বেআইনিভাবে ভোট কিনতেই কি এই টাকা ব্যবহার করত বিজেপি? মোদি সরকার কি এই ঘটনারও ব্যবস্থা নেবে? এই ঘটনার প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়ে ধূপগুড়ির নির্বাচনী প্রচার সভায় যোগ দেওয়ার আগে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি টাকা ছড়িয়ে অনৈতিক ভাবে নির্বাচন করে। বেআইনি ভাবে টাকা দিয়ে ঘুষ দিয়ে বিজেপি ভোট করার চেষ্টা করে। বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পুলিশের ট্রাকে করে এই টাকাগুলি আসছে।

Latest article