বন্ধ করব বারাকপুর শিল্পাঞ্চলের গুন্ডারাজ

রবিবার পয়লা বৈশাখের দিন সাংবাদিক বৈঠকে বললেন বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক।

Must read

সংবাদদাতা, বারাসত : বারাকপুর শিল্পাঞ্চলে গুন্ডারাজ বন্ধ করে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করব। রবিবার পয়লা বৈশাখের দিন সাংবাদিক বৈঠকে বললেন বারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। নৈহাটি ঐকতান মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিধায়ক সুবোধ অধিকারী, সোমনাথ শ্যাম, রফিকুর রহমানদের পাশে নিয়ে পার্থ ভৌমিক জানিয়ে দেন লোকসভায় জিতে সাংসদ হলে তিনি বারাকপুরের জনসাধারণের জন্য কী কী উন্নয়ন করবেন।

আরও পড়ুন-মাহি-পাথি ঝড়ে ম্লান রো-হিট

বারাকপুর লোকসভা কেন্দ্রে যেকোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে স্টাডি সেন্টার করবেন। আগামীদিনে মেট্রো রেলের পরিষেবা বারাকপুর হয়ে কল্যাণী অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তিনি। বারাকপুর এক্সপ্রেসওয়ের দু’ধারে শিল্পোদ্যান নির্মাণ করবেন, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। চটশিল্পকে রক্ষা করবেন। গঙ্গার দু’ধারে গড়ে তুলবেন পর্যটন ক্ষেত্র। বড়মা’র মতো করেই শ্যামনগর মুলা জোড় কালীবাড়ি, আমডাঙা কালীবাড়িকে পর্যটন মানচিত্রে আনবেন তিনি। তাঁর আরও সংযোজন, বারাকপুর কেন্দ্রে গুন্ডারাজ বন্ধ করতে আমাদের দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা রাস্তায় নেমে কাজ করবে এবং বাড়ি বাড়ি গিয়ে মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। মানুষ যদি আমাকে সাংসদ করেন, তবে নৈহাটির মতো বারাকপুরকেও উন্নয়নে মুড়ে দেব, বলেন পার্থ।

Latest article