আইপিএলের শুরুতেই ধোনি-শ্রেয়স দ্বৈরথ

২০২২ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানার্স কলকাতা নাইট রাইডার্স।

Must read

মুম্বই, ২৭ ফেব্রুয়ারি: আইপিএলের ১৫তম মরশুমের শুরুতেই মুখোমুখি গত বছরের দুই ফাইনালিস্ট। ২০২২ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গত বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং রানার্স কলকাতা নাইট রাইডার্স। ২৬ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনি ও শ্রেয়স আইয়ার দ্বৈরথ।

আরও পড়ুন-আরও একটা ট্রফি জিতলেন নাদাল

বিসিসিআই-এর এক সিনিয়র কর্তা বলেছেন, ‘‘সিএসকে ও কেকেআর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। আমরা টুর্নামেন্টের বর্তমান নিয়মে কোনও পরিবর্তন করিনি। তাই নিয়মানুযায়ী গতবারের চ্যাম্পিয়ন দলই প্রথম ম্যাচ খেলবে। শুরুর দিকে ২৫ শতাংশ দর্শক রেখে ম্যাচগুলি হবে।’’

আরও পড়ুন-চেলসির দায়িত্ব ছেড়ে দিলেন অ্যাব্রামোভিচ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের!

বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত হবে। আইপিএলের ১৫তম সংস্করণ মসৃণভাবে আয়োজন করতে মহারাষ্ট্র সরকারের কাছ থেকে সবরকম সহযোগিতার আশ্বাস পেয়েছে বিসিসিআই।
ওয়াংখেড়ে, ব্রেবোর্ন এবং ডিওয়াই পাতিল—মুম্বইয়ের এই তিন স্টেডিয়ামে মোট ৫৫টি ম্যাচ আয়োজিত হবে। বাকি ১৫টি ম্যাচ হবে পুনেতে। এছাড়া বান্দ্রা কুরলা কমপ্লেক্স এবং থানের দাদোজি কোনদাদেভ স্টেডিয়াম প্র্যাকটিস ভেনু হিসেবে বাছা হয়েছে। ফাইনাল-সহ প্লে অফের ভেনু এখনও বোর্ড না জানালেও তা সম্ভবত হবে আমেদাবাদই। মোতেরা স্টেডিয়ামই বোর্ডের পছন্দের ম্যাচ ভেনু।

Latest article