বাউন্সারে মাথায় আঘাত স্মৃতির

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে মাথায় আঘাত পেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা।

Must read

রংগিওরা, ২৭ ফেব্রুয়ারি: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে মাথায় আঘাত পেলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। দক্ষিণ আফ্রিকার পেসার শবনম ইসমাইলের বাউন্সারে মাথায় আঘাত পান স্মৃতি। ঘটনার আকস্মিকতায় কেঁপে গেলেও মাঠেই প্রাথমিক শুশ্রূষার পর অনেকটা সুস্থবোধ করেন ভারতীয় ওপেনার। মাথায় আঘাত লাগার পরই মাঠ ছাড়েন স্মৃতি। পরে যাবতীয় উদ্বেগ কেটে যায় ভারতীয় দলের চিকিৎসক তাঁকে ফিট ঘোষণা করায়।

আরও পড়ুন-আইপিএলের শুরুতেই ধোনি-শ্রেয়স দ্বৈরথ

স্মৃতির চোট লাগার দিনে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২ রানে হারাল মিতালি রাজের ভারত। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সুনে লুস টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান। হরমনপ্রীত কউরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান করে ভারতীয় দল। ১১৪ বলে ১০৩ রান করেন হরমনপ্রীত। যস্তিকা ভাটিয়ার অবদান ৫৮। জবাবে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪২ রান করতে সমর্থ হয়। তবে এই ম্যাচের স্কোরবোর্ড নিয়ে আইসিসি-র ওয়েবসাইটে বিভ্রান্তি তৈরি হয়। প্রথম বার দক্ষিণ আফ্রিকার জয় দেখানো হয়। পরে সংশোধিত স্কোরবোর্ড অনুযায়ী ভারত জয়ী হয়।

Latest article