আইপিএল প্রাপ্য ছিল কেকেআরের, ট্রফি জিতে ধোনি

Must read

দুবাই, ১৬ অক্টোবর : স্পোর্টসম্যানশিপ একেই বলে! যা দেখালেন মহেন্দ্র সিং ধোনি।
গতবছর প্রথম দল হিসাবে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। তাই মরুদেশে এক বছরের মধ্যে আইপিএল জেতার পর অনেক কিছু বলতে পারতেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি সেই রাস্তায় না গিয়ে সোজা কেকেআরের প্রশংসা শুরু করলেন। মিস্টার কুলের বক্তব্য হল, এবছর কোনও দলের যদি আইপিএল জেতার কথা থাকে তাহলে সেটা ছিল কেকেআরের। কারণ, কঠিন জায়গা থেকে কেকেআর যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেটা এক কথায় অসাধারণ।

আরও পড়ুন-রেললাইনে টিকটক ভিডিও করতে গিয়ে কিশোরের মৃত্যু

আইপিএল ফাইনালের পর ধোনি আরও বলছিলেন, ‘‘সিএসকে নিয়ে কথা বলার আগে আমার কেকেআর নিয়ে কিছু বলা উচিত। প্রথম ধাপের পর ওরা যে জায়গায় ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। কিন্তু ওরা সেটা করে দেখিয়েছে। আমার তাই মনে হয়, এবার কারও যদি আইপিএল ট্রফি প্রাপ্য থাকে, তাহলে সেটা ছিল কেকেআরের। এই ব্রেক ওরা কাজে লাগিয়েছে।”
গত বছর সপ্তম স্থানে শেষ করা সিএসকে এবার তাদের চতুর্থ আইপিএল ট্রফি জিতেছে। ধোনি তা নিয়ে বলেছেন, ‘‘আমরা প্লেয়ারদের নিয়ে শাফল করেছি। তাদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করেছি। গুরুত্বপূর্ণ বিষয় ছিল দায়িত্ব নেওয়া। আমাদের দলে কয়েকজন ম্যাচ উইনার ছিল। যারা ফর্মে ছিল, তারা এটা নিশ্চিত করেছে যে প্রত্যেক ম্যাচে রান করবে। অন্যেরাও সেটা করার জন্য প্রস্তুত ছিল।” সিএসকে অধিনায়ক আরও বলেন, আইপিএলে কাগজে-কলমে তাঁদের সবথেকে ধারাবাহিক দল দেখালেও সিএসকে কিন্তু ফাইনালেও হেরেছে। তবে তাঁরা কখনও প্রতিপক্ষকে জমি ছেড়ে দেননি। আর এই মনোভাবই আগামী দিনে সিএসকেকে এগিয়ে দেবে।

আরও পড়ুন-ভোটে জিতে রাষ্ট্রসঙ্ঘে নির্বাচিত ভারত, লজ্জাজনক হার পাকিস্তানের

সিএসকের এই সাফল্যের আর এক কারণ হিসাবে ধোনি জানিয়েছেন, তাঁরা বেশি কথায় বিশ্বাস করেন না। বেশি কথা মানেই দলের উপর চাপ সৃষ্টি হওয়া। ‘‘আমরা বেশি কথা বলি না। বড়জোর একজন আরেকজনের সঙ্গে। আমাদের প্র্যাকটিস দেখলে মনে হবে সেটা একটা মিটিং সেশন। সেখানে সবাই মত দিতে পারে। যখনই আপনি মিটিং ঘরে ঢুকে কথা শুরু করবেন, একটা চাপ এসে যাবে।” বলেছেন সিএসকে অধিনায়ক। যিনি সিএসকে ফ্যানেদেরও প্রশংসা করেন। যাঁরা দুবাই হোক বা দক্ষিণ আফ্রিকা, ঠিক হাজির হয়ে যান মাঠে।

Latest article