রেললাইনে টিকটক ভিডিও করতে গিয়ে কিশোরের মৃত্যু

Must read

টিকটক ভিডিও করতে গিয়ে বিপত্তি । ট্রেনের ধাক্কায় মৃত্যু হল কিশোরের। হুগলির ভদ্রেশ্বরের ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। রেললাইনের ধারে কালভার্টের উপর দাঁড়িয়ে ভিডিও করছিল বন্ধুরা। পাশে দাঁড়িয়ে দেখছিল আরেক বন্ধু। চোখের পলক ফেলার আগেই ট্রেনের ধাক্কায় ছিটকে পরে মৃত্যু হল ওই কিশোরের। এই ঘটনার ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। ভদ্রেশ্বর ঝুপড়ির বাসিন্দা মৃতের নাম ধীরাজ প্যাটেল। বয়স ১৬ বছর।

দশমীর বিকালে তিন বন্ধু মিলে রেল লাইনের ধারে গিয়ে টিকটক ভিডিও করছিল বলে সূত্রের খবর। ভদ্রেশ্বর কেবিনের কাছে এক কিশোরকে ঘুরিয়ে ফিরিয়ে ছবি তুলছিল একজন। তার পাশে দাঁড়িয়ে দেখছিল ধীরাজ। আপ তিন নম্বর লাইনে ব্যান্ডেলগামী একটি লোকাল ট্রেন সজোরে হর্ন বাজিয়ে সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল। ট্রেনের (Train) ধাক্কায় ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পাথরের উপর পরে ধীরাজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

আরও পড়ুন-ভোটে জিতে রাষ্ট্রসঙ্ঘে নির্বাচিত ভারত, লজ্জাজনক হার পাকিস্তানের

খবর পেয়ে শেওড়াফুলি জিআরপি দেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। শেওড়াফুলি জিআরপি সূত্রে খবর, মাঝে মধ্যেই ওই তিন কিশোর টিকটক ভিডিও বানাত। সেই ভিডিও বানতে গিয়েই এই দুর্ঘটনা বলে খবর।তাদের কাছ থেকে একটি মোবাইল বাজেয়াপ্ত করেছে জিআরপি। ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

Latest article