ভোটে জিতে রাষ্ট্রসঙ্ঘে নির্বাচিত ভারত, লজ্জাজনক হার পাকিস্তানের

Must read

প্রতিবেদন : রাষ্ট্রসঙ্ঘের শাখা ‘ইকনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল’। এর নির্বাচনে বিপুল ভোটে পুনর্নির্বাচিত ভারত। গত তিন বছর ধরে এই পরিষদের সদস্য দেশ। তবে, ২০২১-এর শেষেই মেয়াদ ফুরানোর কথা ছিল। পুনর্নির্বাচিত হওয়ায় ভারত তিন বছরের জন্য রাষ্ট্রসঙ্ঘের ইকোসকের সদস্য থাকছে। এই নির্বাচনে শোচনীয় পরাজয়ের হয়েছে পাকিস্তানের ।

রাষ্ট্রসঙ্ঘের নিয়ম অনুযায়ী, ইকোসক-এর সদস্য পদ পেতে হলে কমপক্ষে দুই-তৃতীয়াংশ ভোট পেতে হয়। ভারত তার চেয়ে অনেক বেশি- ১৮৩টি ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে খবর।

আরও পড়ুন : দশমীর রাতে আক্রান্ত দলের যুবনেতা, দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দলের

এশিয়া-প্যাসিফিকের প্রতিনিধি হিসেবে ইকোসক-এর সদস্য নির্বাচিত হয়েছে ভারত। এশিয়া-প্যাসিফিক বিভাগে ভারতের চেয়ে বেশি ভোট পেয়েছে শুধু জাপান। তবে বর্তমান সদস্য হিসেবে পাকিস্তান আর জিততে পারেনি। পুনর্নির্বাচিত হওয়ার জন্য মনোনয়ন জমা দিলেও তারা মাত্র ১টি ভোট পেয়েছে।

ভারতের এই বিপুল জয়ের খবর জানিয়ে রাষ্ট্রসঙ্ঘের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন টুইটও করেছেন। ভারতকে সমর্থন করার জন্য অন্যান্য সদস্য দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন আকবরউদ্দিন।

Latest article