প্রতিবেদন: তিহাড় জেলে বন্দি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের ডায়েট চার্ট (Kejriwal’s diet chart) তলব করল আদালত। কেজরিওয়ালের রক্তের শর্করা মাত্রা সংক্রান্ত রিপোর্টও খতিয়ে দেখতে চায় আদালত। ১৯ এপ্রিলের মধ্যে জেল কর্তৃপক্ষকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। বৃহস্পতিবার রাউস অ্যাভিনিউ আদালতে উঠেছিল কেজরি (Kejriwal’s diet chart) মামলা। ইডির আইনজীবী অভিযোগ করেন, দিল্লির মুখ্যমন্ত্রী সুগারের রোগী হওয়া সত্ত্বেও চিনি দেওয়া চা, আম ও মিষ্টি খেয়ে চলছেন সমানে। তাঁর রক্তে শর্করা বৃদ্ধির কারণ বাড়ি থেকে পাঠানো হচ্ছে আলুপুরী, আম এবং নানা রকমের মিষ্টি। স্বাভাবিকভাবেই কমা তো দূরের কথা, বেড়েই চলেছে সুগারের মাত্রা। ইডির যুক্তি, মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পেতেই এই কৌশল নিয়েছেন কেজরি। কেজরির আইনজীবীরা অবশ্য এই যুক্তি প্রথম থেকেই উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, কেজরির সুগারের মাত্রা বেড়ে চলেছে আশঙ্কাজনক ভাবে। তাঁর দাবি, গ্রেফতারের আগে যে ডাক্তার পরীক্ষা করতেন তাঁকে, সপ্তাহে তিনদিন ভিডিও কনফারেন্সে তাঁকেই অনুমতি দেওয়া হোক চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেওয়ার। তবে এদিন তাঁর আবেদনটি অবশ্য প্রত্যাহার করে নেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আইনজীবীর কথায়, এই নিয়ে নতুন করে আবেদন জানাবেন তিনি। মামলার পরবর্তী শুনানি ১৯ এপ্রিল।
আরও পড়ুন- ঘুম ভেঙেছে আগ্নেয়গিরির ইন্দোনেশিয়ায় সুনামি অ্যালার্ট