ঘুম ভেঙেছে আগ্নেয়গিরির ইন্দোনেশিয়ায় সুনামি অ্যালার্ট

Must read

প্রতিবেদন: বিশ্ব উষ্ণায়নের জেরে লক্ষণীয় বদল ঘটছে পরিবেশ ও প্রকৃতিতে। একইসঙ্গে ভূমিকম্পের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে। বুধবার রাতে কেঁপে উঠেছিল জাপান, আর এবার ইন্দোনেশিয়ায় (Indonesia’s volcano) জেগে উঠল সুপ্ত আগ্নেয়গিরি। মঙ্গলবার থেকেই আগ্নেয়গিরির ঘুম ভাঙার ইঙ্গিত মিলেছিল। ইন্দোনেশিয়ায় সুলাওয়েসি প্রদেশের মাউন্ট রুয়াং-এ পরপর চারটি বিস্ফোরণ ঘটে। এরপরই জারি হয়েছে সুনামি সতর্কতা। ঘরছাড়া অন্তত ১১ হাজার মানুষ। প্রায় এক হাজার ফুট উচ্চতা পর্যন্ত আগ্নেয়গিরির লাভাস্রোত দেখা দিয়েছে ইন্দোনেশিয়ায়। বহুদূর থেকেই কালো ধোঁয়া দৃশ্যমান। ইতিমধ্যেই ইন্দোনেশিয়ার (Indonesia’s volcano) ‘সেন্টার ফর ভলক্যানোলজি’ এবং ‘জিওলজিক্যাল ডিজাস্টার ম্যানেজমেন্ট’ অগ্ন্যুৎপাত নিয়ে গোটা দেশে সুনামির সতর্কতা জারি করেছে। বিপর্যয় মোকাবিলা দফতর প্রায় ১১ হাজার বাসিন্দাকে নিকটবর্তী শহর মানাডোতে সরিয়ে ফেলেছে। মাউন্ট রুয়াং থেকে অন্তত ৬ কিলোমিটার দূরত্ব বজায় রাখতে নির্দেশ দেওয়া হয়েছে পর্যটকদের। ভূতত্ত্ববিদদের একাংশ মনে করছেন, ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক ভূমিকম্পের জেরেই ভূগর্ভস্থ দু’টি পাতের স্থিতিস্থাপকতা নষ্ট হয়েছে। যার ফলে এই অগ্ন্যুৎপাত ও লাভাস্রোত উদগীরণের মতো দুর্যোগের মুখে এই দেশ।

আরও পড়ুন- বাজেয়াপ্ত রাজ-শিল্পার ৯৮ কোটির সম্পত্তি

Latest article