বাজেয়াপ্ত রাজ-শিল্পার ৯৮ কোটির সম্পত্তি

Must read

প্রতিবেদন: ফ্যাসাদে পড়ে ফের শিরোনামে চলে এলেন রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি (Raj Kundra- Shilpa Shetty)। তবে এবারে তাঁরা কিন্তু আরও গভীর সংকটের মুখে। পর্নোগ্রাফি বিতর্ক নয়, আর্থিক তছরুপের অভিযোগেই স্থাবর- অস্থাবর সম্পত্তি হারালেন বাজিগর গার্ল এবং তাঁর স্বামী। বৃহস্পতিবার তারকা দম্পতির প্রায় ৯৭.৭৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মুম্বইয়ের জুহুতে শিল্পা শেট্টির নামে থাকা ফ্ল্যাটও আর নিজের কাছে রাখতে পারলেন না ‍‘ধড়কন গার্ল’। শুধু বাড়ি আর গাড়িই নয়, রাজের নামে যে ইক্যুয়িটি শেয়ার রয়েছে, সেটিও বাজেয়াপ্ত করেছে ইডি। দিল্লি ও মহারাষ্ট্র পুলিশের কাছে ভ্যারিয়েবল টেক প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার বিরুদ্ধে বেশ কয়েকটি এফআইআর দায়ের করা হয়েছিল। এই ঘটনার পরেই তদন্ত শুরু করে ইডি। এই মামলায় অমিত ভরদ্বাজ, অজয় ভরদ্বাজ, সিম্পি ভরদ্বাজ ও মহেন্দর ভরদ্বাজের নাম জড়িয়ে যায়। অভিযোগ ছিল, তাঁরা সকলেই বিটকয়েনের মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা আদায় করেছিলেন। ইডির তদন্তে উঠে আসে শিল্পা শেট্টির (Raj Kundra- Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা ইউক্রেনে একটি বিটকয়েন মাইনিং ফার্ম তৈরি করতে অমিত ভরদ্বাজের কাছ থেতে ২৮৫টি বিটকয়েন পেয়েছিলেন। রাজের কাছে থাকা ওই ২৮৫টি বিটকয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় ১৫০ কোটি টাকার বেশি। গত বছরের ডিসেম্বরে ইডি তল্লাশি চালিয়ে সিম্পি ভরদ্বাজ, নীতিন গৌর ও নিখিল মহাজনকে গ্রেফতার করে। যদিও মূল অভিযুক্ত অজয় ভরদ্বাজ ও মহেন্দ্র ভরদ্বাজ পলাতক।

আরও পড়ুন- স্বশাসিত দূরদর্শনে নির্লজ্জ গেরুয়াকরণ বিজেপির

Latest article