পাক সেনাপ্রধানকে হুঁশিয়ারি ইমরানের

Must read

প্রতিবেদন: একাধিক মামলায় অভিযুক্ত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) বন্দি আছেন আদিয়ালা জেলে। সেখান থেকেই সেনাপ্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তাঁকে জঙ্গলের রাজা বলে উল্লেখ করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান। জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধানকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ক্রিকেটার-রাজনীতিক ইমরান (Imran Khan) তাঁর স্ত্রী বুশরা বিবিকে আটক করার জন্য সরাসরি মুনিরকেই দায়ী করেছেন। পরে ইমরান এক্স হ্যান্ডলে পোস্ট করেন, সেনাপ্রধান আসিম মুনির আমার স্ত্রীকে আটক করায় সরাসরি যুক্ত। সেনাপ্রধানকে হুঁশিয়ারি দিয়ে তাঁর মন্তব্য, যদি আমার স্ত্রীর কিছু হয়, আমি আসিম মুনিরকে ছেড়ে দেব না। যত দিন বেঁচে থাকব আসিম মুনিরকে দেখে নেব। উনি যা যা অসাংবিধানিক এবং অবৈধ পদক্ষেপ করেছেন, সব ফাঁস করে দেব। প্রসঙ্গত, একটি দুর্নীতি মামলায় এবং অবৈধ বিয়ে সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত ইমরান-পত্নী বুশরা। বর্তমানে তিনি ইসলামাবাদ সংলগ্ন শহরতলি বানি গালা এলাকার বাড়িতে বন্দি। স্ত্রীর আটক হওয়ার প্রসঙ্গের পাশাপাশি মাত্র পাঁচদিনে তাঁকে তিনটি মামলায় অভিযুক্ত করা নিয়েও প্রশ্ন তুলেছেন ইমরান। পাক সেনাপ্রধানকে ‘জঙ্গলের রাজা’ বলে কটাক্ষ করেন।

আরও পড়ুন- কেজরির ডায়েট-চার্ট তলব করল আদালত

Latest article