সংবাদদাতা, জলপাইগুড়ি : আগামী ৯ তারিখ থেকে ময়নাগুড়ি গ্রামীণ এবং শহরাঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু হচ্ছে। শুক্রবার ময়নাগুড়ি ব্লকের চূড়াভাণ্ডারে এবং ময়নাগুড়ি শহরে দুটি সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি সম্পর্কে অবগত করা।
আরও পড়ুন-প্রবল ঠান্ডায় কাঁপছে দিল্লি
কী কী করতে হবে, আর এর জন্য তাদের প্রশিক্ষিতও করা হবে। মূলত সরকারি পরিষেবা না পাওয়া মানুষদের অভাব-অভিযোগ শুনে নির্দিষ্ট অ্যাপে আপলোড করে দলীয় শীর্ষ নেতৃত্বকে পাঠিয়ে দিয়ে দ্রুত তাদের পরিষেবা দেওয়াই এই কর্মসূচির উদ্দেশ্য। এদিন ময়নাগুড়ি চূড়াভাণ্ডারে এই কর্মসূচির একটি পাইলট প্রোজেক্ট হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। ছিলেন তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ-সহ ময়নাগুড়ি গ্রামীণ এবং শহরের নেতৃবৃন্দ।