সংবাদদাতা, দিঘা : দিঘায় বেড়াতে এসে প্রায়ই নানা সমস্যার সম্মুখীন হতে হয় পর্যটকদের। হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থেকে শুরু করে, খাবারের গুণমান নিয়ে প্রশ্ন ওঠে। দৌরাত্ম্য কম থাকে না অটো-টোটো চালকদের। এতদিন পর্যটকদের অভিযোগ জানানোর তেমন উপায় ছিল না। তাঁরা যাতে অভিযোগ জানাতে পারেন, তার জন্য উদ্যোগ নিলেন জেলাশাসক। দিঘার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কমপ্লেন বক্স বসাতে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। বাক্সটি এমন জায়গায় থাকবে যাতে সবার নজরে আসে।
আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের সুর বাঁধা হল সভায়
পর্যটকরা অভিযোগ সরাসরি এই বক্সে জমা দিতে পারবেন। পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ নম্বরও চালু করা হবে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, আমরা চাই, দিঘায় বেড়াতে এসে পর্যটকরা কেউ যেন খারাপ অভিজ্ঞতা নিয়ে না ফেরেন। কারও অভিযোগ বা পরামর্শ থাকলে অভিযোগ বাক্সে লিখিতভাবে জানাতে পারবেন। গত এক দশকে দিঘার উন্নয়নে বাড়তি গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। চালু হয়েছে মেরিন ড্রাইভ। পুরীর আদলে হচ্ছে জগন্নাথ মন্দির। উন্নয়নের জেরে পর্যটকদের আনাগোনাও বেড়েছে। পাল্লা দিয়ে বেড়ে চলেছে লোকঠকানোও। তা নিয়েই ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন।
আরও পড়ুন-সাগরদিঘিতে রুটমার্চে আধাসামরিক বাহিনী
পর্ষদ প্রশাসক মানসকুমার মণ্ডল বলেন, শহরের হোটেল বা খাবারের দোকানগুলিকে সতর্ক করব। তারপরও অভিযোগ পেলে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। খাদি হস্তশিল্প মেলা পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে খাদি, হস্তশিল্প ও হস্ততাঁত সামগ্রী, সিল্ক, আরইজিপি এবং পিএমইজিপি প্রকল্পের দ্বারা উপকৃত ক্ষুদ্র ও হস্তশিল্পীদের তৈরি সামগ্রীর প্রদর্শন ও বিপণনের লক্ষ্যে জেলা পরিষদ প্রেক্ষাগৃহে শুরু হল। উদ্বোধন করেন চন্দ্রনাথ সিংহ। ছিলেন মৃত্যুঞ্জয় মুর্মু, জ্যোৎস্না মান্ডি প্রমুখ।