সাগরদিঘিতে রুটমার্চে আধাসামরিক বাহিনী

বিশেষ পর্যবেক্ষকের অভয়বাণী সত্ত্বেও রাজনৈতিক দলগুলি নানা অভিযোগ তুলছে। তাই তাদের এলাকার নাম দিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের আগে রুটমার্চ শুরু করল আধাসামরিক বাহিনী। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে কমিশন সব ধরনের ব্যবস্থাই নিচ্ছে। বিশেষ পর্যবেক্ষকের অভয়বাণী সত্ত্বেও রাজনৈতিক দলগুলি নানা অভিযোগ তুলছে। তাই তাদের এলাকার নাম দিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে।

আরও পড়ুন-প্রয়াত বলিউড অভিনেতা জাভেদ খান অমরোহী

বিরোধী দলগুলোর দাবি, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকুক আর আগে থেকেই এলাকায় টহল দিক কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। সোমবার থেকেই সাগরদিঘিতে আধাসামরিক বাহিনী ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার থেকে বালিয়া, পাটকেলডাঙা, মোর গ্রাম, মণিগ্রাম বন্যেশ্বর এলাকায় তাঁদের পাঠানোর কাজও শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি কেন্দ্রের জন্য প্রায় ১৭ কোম্পানি আধাসামরিক বাহিনী আসার কথা। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। কোথাও এক সেকশন অর্থাৎ আটজন, কোথাও চারজন।

আরও পড়ুন-রাজধানীতে ফের রেফ্রিজারেটর থেকে উদ্ধার তরুণীর দেহ

বিতর্ক এড়াতে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। সঙ্গে আধাসামরিক বাহিনী দিয়েই এরিয়া ডোমিনেশন, রুট মার্চও করানো হবে। ১৯ ফেব্রুয়ারি সাগরদিঘিতে আসছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের দাবি, সাগরদিঘির উন্নয়ন হয়েছে তৃণমূলের হাত ধরে। সেই উন্নয়নের ধারা বজায় রাখতে এখানকার মানুষ তৃণমূলকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।

Latest article