মোকাবিলায় দিঘা

আলিপুর আবহাওয়া দফতর ১০ তারিখ থেকে ১২ মে পর্যন্ত উপকূল ভাগের টুরিস্ট অ্যাক্টিভিটি পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য পূর্বাভাস দিয়েছে।

Must read

সংবাদদাতা, দিঘা : ঘূর্ণিঝড় ‘অশনি’-র মোকাবিলায় দিঘা সহ উপকূল ভাগের প্রস্তুতি চূড়ান্ত। রবিবার দিনভর দিঘায় পর্যটকদের থিকথিকে ভিড় থাকলেও, সোমবার সকাল থেকে সর্তকতা জারি হয়েছে। পর্যটকদের সমুদ্রসৈকতে নামতে দেয়নি পুলিশ। কোস্টাল পুলিশের পক্ষ থেকে এদিন সৈকতে সতর্কতামূলক মাইকিং করা হয়। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি সহ পর্যটকদের সমুদ্রের না নামার জন্য ঘোষণা করা হয়। অশনির জন্য সমুদ্র উত্তাল হতে পারে।

আরও পড়ুন-মেগা কন্ট্রোল রুম

তাই আলিপুর আবহাওয়া দফতর ১০ তারিখ থেকে ১২ মে পর্যন্ত উপকূল ভাগের টুরিস্ট অ্যাক্টিভিটি পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য পূর্বাভাস দিয়েছে। তবে কোনওরকম ঝুঁকি না নিয়েই সোমবার থেকে প্রশাসন সৈকত লাগোয়া এলাকা থেকে পর্যটকদের সরানো শুরু করে দিয়েছে। অশনি মোকাবিলায় প্রস্তুত ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হলদিয়া হেড কোয়ার্টার। সমুদ্রে মাইক প্রচার করে সমস্ত মৎস্যজীবীদের ডাঙায় ফেরানোর কাজ শুরু করেছে কোস্ট গার্ড। জাহাজগুলিকে নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সামুদ্রিক ঝড়ের পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে জলপথে ২টি জাহাজ এবং আকাশপথে ২টি হেলিকপ্টার,২টি ডর্ন-ইয়ার কপ্টার ভুবনেশ্বর থেকে দিঘা, কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, ডায়মন্ড হারবার হয়ে ফ্রেজারগঞ্জ পর্যন্ত টানা নজরদারি করছে বলে জানা গিয়েছে।

Latest article