মেগা কন্ট্রোল রুম

সোমবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি।

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : সোমবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি। কাকদ্বীপে ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমেছে। অশনি মোকাবিলায় আরও তৎপর হল জেলা প্রশাসন৷ এদিন থেকে জেলার পাঁচটি মহকুমায় ও ব্লকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই কন্ট্রোল রুমগুলি থেকে জেলা মেগা কন্ট্রোল রুমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কন্ট্রোল রুমগুলিতে সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন আছে।

আরও পড়ুন-বৃষ্টির মধ্যেও বাংলা জুড়ে রবীন্দ্রপ্রণাম

প্রয়োজন হলেই ঘটনাস্থলে পাঠানো হবে এই দলগুলিকে। প্রতিটি কন্ট্রোল রুমে পর্যাপ্ত শুকনো খাবার, তার্পোলিন, পানীয় জল মজুত রেখেছে। প্রয়োজন পড়লেই পাঠানো হবে ত্রাণ। এদিনও সকাল থেকে বকখালি ও গঙ্গাসাগরে বিডিও ও সিভিল ডিফেন্সের কর্মীরা লাগাতার সতর্কতা প্রচার চালান। ভ্রমণার্থীদের সতর্ক করা হয়েছে। সমুদ্রে নামার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। ইতিমধ্যে কুইক রেসপন্স টিমের সদস্যরাও প্রস্তুত।

Latest article