Dilip Vengsarkar-Rohit Sharma: রোহিতই একদিনের যোগ‍্য নেতা!

Must read

রোহিতকে একদিনের ক্রিকেটে অধিনায়ক করার সিদ্ধান্তকে সমর্থন করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার (Dilip Vengsarkar-Rohit Sharma)। (Dilip Vengsarkar-Rohit Sharma) বেঙ্গসরকার বলেন, সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে রোহিতের।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেঙ্গসরকার বলেন, “টি-২০ ও এক দিনের ক্রিকেটে রোহিতকে অধিনায়ক করে সঠিক সিদ্ধান্তই নিয়েছে বিসিসিআই। বেশ কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ভাল খেলছে রোহিত। তাই এবার ওর অধিনায়ক হওয়ার সময় এসেছে। আমার মনে হয় এটা খুব ভাল সিদ্ধান্ত।”

আরও পড়ুন-Abhishek Banerjee: অভিষেকের প্রশ্নের উত্তরে পর্দাফাঁস সংসদে, টিকা জালিয়াতি মানল কেন্দ্র

একইসঙ্গে বেঙ্গসরকার মনে করেন, রোহিতকে নেতৃত্ব দেওয়ায় বিরাট তাঁর খেলায় মন দিতে পারবে বলে মনে করেছেন তিনি। তিনি বলেন,” কোহলি এবার শুধু মাত্র টেস্ট ক্রিকেটে মন দেবে। সেই সঙ্গে নিজের ব্যাটিংয়ে নজর দেওয়ার আরও বেশি সময় পাবে। তাতে ভারতীয় ক্রিকেটেরই ভাল হবে। অন্য দিকে রোহিত সাদা বলের ক্রিকেটে নজর দিতে পারবে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে রোহিত। এর আগে যতবার ভারতকে নেতৃত্ব দিয়েছে ভাল করেছে। তাই ওই যোগ্য বিকল্প বলেই আমি মনে করি।”

Latest article