Griha Laxmi Scheme: ক্ষমতায় এলে গোয়ায় গৃহলক্ষ্মী প্রকল্পে মহিলাদের ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি তৃণমূল কংগ্রেসের

Must read

গোয়াতে গৃহলক্ষ্মী প্রকল্পের (Griha Laxmi Scheme) প্রতিশ্রুতি দিল তৃণমূল কংগ্রেস (TMC)। শনিবার গোয়া তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, তৃণমূল ক্ষমতায় এলে গোয়ায় পরিবারপিছু একজন মহিলাকে মাসিক ৫ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করবে তৃণমূল কংগ্রেস সরকার।

তৃণমূলের লক্ষ্য এখন গোয়া দখল। ইতিমধ্যেই কংগ্রেস ছেড়ে লুইজিনহো ফালেরিও সহ বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন৷ গোয়ার স্থানীয় দল এমজেপি-র সঙ্গে জোটও বেঁধে ফেলেছে তারা৷ ২০২৩ সালে গোয়ায় নির্বাচন৷ আর সেই লক্ষ্যেই শনিবার বড় ঘোষণা করা হলো তৃণমূলের তরফে। এদিন টুইটারে গোয়া তৃণমূলের তরফে জানানো হয়েছে, “প্রতি মাসে গোয়ার প্রত্যেক পরিবারকে নিশ্চিত আর্থিক সমর্থনের জন্য গৃহলক্ষ্মী কার্ড নিয়ে আসা হল৷ এই প্রকল্পে প্রত্যেক পরিবারের একজন করে মহিলার অ্যাকাউন্টে মাসিক পাঁচ হাজার টাকা (বছরে ৬০ হাজার) সরাসরি পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন-বৈষম্যের মেঘে ঢেকেছে আকাশ

শুধু তাই নয়, কীভাবে গৃহলক্ষ্মী কার্ড সংগ্রহ করে গৃহলক্ষ্মী প্রকল্পের (Griha Laxmi Scheme) জন্য নাম নথিভুক্ত করতে হবে, টুইটে তাও বিশদে জানানো হয়েছে৷ নিছক প্রতিশ্রুতি নয়, তৃণমূল যে সত্যিই এই প্রকল্প কার্যকর করবে, তার জন্য এখন থেকেই দলীয় কর্মীদের মাধ্যমে গৃহলক্ষ্মী কার্ড বিলি করে নাম নথিভুক্তির কাজও শুরু করে দিচ্ছে গোয়া তৃণমূল৷ গোয়ার ভোটের রাজনীতিতে তৃণমূলের এই প্রতিশ্রুতি নিশ্চিতভাবে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে বলে আশা করছে রাজনৈতিক মহল। বিশেষজ্ঞদের দাবি, পশ্চিমবঙ্গের মতো গোয়াতেও বড় সংখ্যক মহিলা ভোটব্যাঙ্ক রয়েছে৷ গোয়ায় মোট ভোটারদের ৫১ শতাংশই মহিলা৷ তাঁদের মন জয়েই এবার গৃহলক্ষ্মী প্রকল্প অন্যতম অস্ত্র তৃণমূলের৷

উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মাসিক ভাতা দেবে সরকার। তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্তদের জন্য এই ভাতার অর্থাঙ্ক হবে ১০০০ টাকা। এবং অন্যান্যরা পাবেন ৫০০ টাকা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রতিশ্রুতি যে রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল তার প্রমাণ পাওয়া যায় ভোটবাক্সে। এবার একই অঙ্কে গোয়াতে ময়দানে নামল তৃণমূল কংগ্রেস (TMC)।

Latest article