দলের নির্দেশ অমান্য দক্ষিণে বহিষ্কার

বহিষ্কৃতরা হলেন রাজপুর-সোনাপুর পুরসভার শিশির ভট্টাচার্য, উত্তম সরকার, দেবাশিস দাস, মহুয়া দাস। বারুইপুরে আছেন বাসুদেব ঘোষ।

Must read

প্রতিবেদন : দলের নিদের্শ অমান্য করে নির্দল প্রার্থী হওয়ায় রাজপুর-সোনারপুরে ৪ জন এবং বারুইপুর পুরসভার ১ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। সোমবার সাংবাদিক বৈঠক ডেকে মন্ত্রী তথা দক্ষিণ ২৪ পরগনার কোঅর্ডিনেটর অরূপ বিশ্বাস বলেন, এদের কেউই দলের নির্দেশ মানেননি। তাই আমরা দল থেকে বহিষ্কার করলাম।

আরও পড়ুন-কাঁথিতে একুশে ২১ করার ডাক

এরপর যদি ওইসব প্রার্থীরা যদি নিজেদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি বা দলের সঙ্গে যোগাযোগ আছে এরকম প্রচার করলে দল থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বৈঠকে অরূপ বিশ্বাস বলেন, চারজন কোঅর্ডনেটর হিসেবে আছেন দক্ষিণ ২৪ পরগনার। তিনি ছাড়া রয়েছেন জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, বিধায়ক সওকত মোল্লা ও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। অরূপ জানান, দলীয় প্রচারে কুণাল ঘোষ কাঁথিতে। কিন্তু আমাদের সর্বসম্মত সিদ্ধান্ত এই চারজনকে বহিষ্কৃত করা।

আরও পড়ুন-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা বার্তা মমতা – অভিষেকের

বহিষ্কৃতরা হলেন রাজপুর-সোনাপুর পুরসভার শিশির ভট্টাচার্য, উত্তম সরকার, দেবাশিস দাস, মহুয়া দাস। বারুইপুরে আছেন বাসুদেব ঘোষ। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এরা লিফলেট বিলি করে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে প্রচার করলে দল আজকের সিদ্ধান্ত পুনর্বিবেচনার পথে হাঁটতে পারে।

Latest article