অখিলেশের ‘পিএম’ কটাক্ষ

শহরের মানুষ জানেন যে পিএম বলতে এখন কী বোঝায়! এর মানে হল 'প্যাকারস অ্যান্ড মুভার্স'। এবার সরাসরি লড়াই বিজেপি ও রাজ্যের মানুষের মধ্যে।

Must read

নয়াদিল্লি : ভোট ময়দানে মোদিকে তীব্র শ্লেষ অখিলেশ যাদবের। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সোমবার উত্তরপ্রদেশের প্রচারে প্রধানমন্ত্রীর বারবার আসা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। সপা সুপ্রিমোর কথায়, পিএম শব্দের মানে এখন ‘প্যাকারস অ্যান্ড মুভার্স’। বিজেপিকে আক্রমণ করে অখিলেশ যাদব বলেন, মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশ ভোটের জন্য প্রধানমন্ত্রীকে ডেকেছেন।

আরও পড়ুন-দলের নির্দেশ অমান্য দক্ষিণে বহিষ্কার

শহরের মানুষ জানেন যে পিএম বলতে এখন কী বোঝায়! এর মানে হল ‘প্যাকারস অ্যান্ড মুভার্স’। এবার সরাসরি লড়াই বিজেপি ও রাজ্যের মানুষের মধ্যে। আমরা তাদের সঙ্গেই আছি, যারা সরাসরি বিজেপির সঙ্গে লড়াই করছে। বিএসপি বা কংগ্রেস কেউই পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে না। আপনার ভোট নষ্ট না করে সমাজবাদী পার্টিকে পরবর্তী সরকার গঠন করার নিশ্চিত রায় দিন।

Latest article