ব্যস্ত দিনের সকালেই হাওড়া শাখায় ব্যাহত রেল পরিষেবা

সকালেই হাওড়া-ব্যান্ডেল মেন শাখায় রেল পরিষেবা বিঘ্নিত হয়। আপ এবং ডাউন দুই লাইনেই অনেকক্ষণ বন্ধ থাকে লোকাল ট্রেন।

Must read

আজ, বুধবারের সকালেই হাওড়া (Howrah) শাখায় যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হল। ১৩০৩৪ নং কাটিহার-হাওড়া এক্সপ্রেসের খালি রেক প্ল্যাটফর্ম নম্বর ৬ থেকে বেরিয়ে ঝিল সাইডিংয়ে যাওয়ার সময় পয়েন্ট নং ৯০-তে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পূর্ব রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় হাওড়া স্টেশনের ১ থেকে ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্লক হয়ে গিয়েছে। সকালেই হাওড়া-ব্যান্ডেল মেন শাখায় রেল পরিষেবা বিঘ্নিত হয়। আপ এবং ডাউন দুই লাইনেই অনেকক্ষণ বন্ধ থাকে লোকাল ট্রেন।

আরও পড়ুন-স্টার ক্যাম্পেনার নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস

রেল পরিষেবা ব্যাহত হলেও যাত্রীদের এর কারণ কিছুই জানানো হয়নি বলে অভিযোগ আসে। সকাল সাড়ে ৬টা থেকে এই সমস্যা দেখা দেয়। পরে সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশনে রেলের তরফে জানানো হয় যান্ত্রিক গোলযোগের কারণে পরিষেবা ব্যাহত হয়েছে। জানা যায়, হাওড়া স্টেশনে ঢোকার মুখে পয়েন্টে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তাই এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন ঢুকছে বা বেরোচ্ছে না। এর ফলে ব্ল্যাক ডায়মন্ড, গণদেবতা এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেন সময়মতো ছাড়তে পারে নি আজ।

আরও পড়ুন-চিকেন পক্স

সকাল ৬টা ২১ মিনিটের বর্ধমান-হাওড়া লোকালটি হাওড়া স্টেশন ছাড়ে ৭টা ২২ মিনিটে। সাড়ে ৬টার ব্যান্ডেল-হাওড়া লোকাল বাতিল করা হয়। রেলের কিচ্ছু না কিছু সমস্যা প্রতিদিন লেগেই রয়েছে। গত রবিবার ট্র্যাফিক ব্লকের জন্য, ২৪ মার্চ হাওড়া ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল ছিল। পূর্ব রেলের তরফে জানানো হয়, হাওড়া-বর্ধমান শাখার বর্ধমান স্টেশন চত্বরে ডাউন মেন লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য ট্রেন বাতিল করা হয়। সোমবার দোল ‘উপলক্ষে’ হাওড়া শাখায় ৬৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়।

Latest article