সংবাদদাতা, বালুরঘাট : বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তৈরি পোশাক বিতরণ শুরু হল দক্ষিণ দিনাজপুর জেলায়। মঙ্গলবার জেলাশাসক বিজিন কৃষ্ণা বালুরঘাট বি এম হাই স্কুলের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন পোশাক। ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, বালুরঘাট পুরসভার পুর অধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারাখ এবং বিপুলকান্তি ঘোষ।
আরও পড়ুন-নির্বাচন হবে ২ সেপ্টেম্বর ব্যান তুলতে ফিফাকে চিঠি ফেডারেশনের
মোট ৯৯৬৬ জন ছাত্রছাত্রীর হাতে পোশাক তুলে দেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, ৯৯৬৬ জন ছাত্রছাত্রীর পোশাক তৈরির কাজে ১টি মহাসংঘ, ১৯টি সংঘ, ২৬৭টি গোষ্ঠী ও ৫১২ জন মহিলা যুক্ত ছিলেন। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানিয়েছেন, জেলার প্রায় ২ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রীর জন্য ২টি করে সেট অর্থাৎ সাড়ে চার লক্ষ পোশাক তৈরির কাজে ৫০০০-এর অধিক মহিলা যুক্ত। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রায় ৩ মাস ধরে ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম তৈরির কাজ করে আসছিলেন।
আরও পড়ুন-টর্নেডো-বিধ্বস্ত এলাকায় বনমন্ত্রী
জানা গেছে, জেলার ২ লক্ষ ২৫ হাজার ছাত্রছাত্রীর জন্য ১ সেট করে পোশাক ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং বাকি ১ সেট করে পোশাক তৈরির কাজও প্রায় ৯০ শতাংশ শেষ। বাকি থাকা ওই ১০ শতাংশ পোশাক তৈরির কাজ বর্তমানে জোরকদমে চলছে৷