সাগরমেলার প্রস্তুতি দেখতে জেলাশাসক

হাওড়া, বাবুঘাট ও ধর্মতলা থেকে আসা মানুষদের আর কাকদ্বীপ লট নম্বর ৮ ঘাট থেকে ভেসেল ধরার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না

Must read

সংবাদদাতা, সাগর : আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। ২৫ ডিসেম্বরের মধ্যে মেলার প্রস্তুতির যাবতীয় কাজ শেষ করতে হবে। সামগ্রিক প্রস্তুতি কতটা হয়েছে সরজমিনে তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার গঙ্গাসাগরে আসেন জেলাশাসক সুমিত গুপ্তা। অতিরিক্ত জেলাশাসক, জেলার অন্যান্য আধিকারিক, সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডলকে নিয়ে তিনি গঙ্গাসাগর মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন।

আরও পড়ুন-বৃষ্টি কম হলেও এ-বছর রেকর্ড ধান উৎপাদন শস্যগোলায়

এছাড়া সাগরমেলার নিরাপত্তা ও সুরক্ষার দিকটা খতিয়ে দেখতে রাজ্যের এডিজি অজয় নন্দা ও ডিআইজি টেলিকমিউনিকেশন কঙ্করপ্রসাদ বারুই-সহ সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। পুলিশ ও প্রশাসনের সমন্বয় বৈঠকে সাগরমেলার নিরাপত্তা ও সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়। কোভিডবিধি না থাকার ফলে এবারের গঙ্গাসাগর মেলায় লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে অনুমান করছে প্রশাসন। আর এই দিকটা মাথায় রেখে এবারের গঙ্গাসাগর মেলায় পরিবহণ ব্যবস্থার প্রস্তুতির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের হয়রানি কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে পরিবহণ দফতর।

আরও পড়ুন-আদালতে প্রশ্নের মুখে সিবিআই

গতবারের তুলনায় এবারের মেলায় ভিনরাজ্য থেকে আসা পুণ্যার্থীদের জন্য বাস, ভেসেল ও লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। হাওড়া, বাবুঘাট ও ধর্মতলা থেকে আসা মানুষদের আর কাকদ্বীপ লট নম্বর ৮ ঘাট থেকে ভেসেল ধরার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে না। এক টিকিটেই তাঁরা সাগরের কচুবেড়িয়ায় পৌঁছে যাবেন। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে।

Latest article