প্রতিবেদন : শিয়ালদহ মেন লাইনে দুর্যোগ কাটাছে না। গত মঙ্গলবার একাধিক ট্রেন বাতিলের পর আজ শনিবার ও কাল রবিবার ফের কয়েকজোড়া ট্রেন বাতিল হচ্ছে। কিন্তু তার আগেই শুক্রবার সন্ধ্যা থেকে মেন লাইনে বিপর্যস্ত হয়ে পড়ে ট্রেন চলাচল। সিগনাল ব্যবস্থা ভেঙে পড়াতে বিভিন্ন স্টেসনে একাধিক ট্রেন আটকে পড়ে। এরপর জনরোষ এজন্য তৈরি হয়। নাকাল হন অফিস ফেরত যাত্রীরা।
আরও পড়ুন-৯০০ কোটির দুর্নীতি, জড়াল কেন্দ্রীয় মন্ত্রীর নাম
রাত পর্যন্ত এই দুর্ভোগ চলে। এদিকে রবিবার রাজ্যের ডব্লুবিসিএস জুডিশিয়াল পরীক্ষা। পরীক্ষার্থীদের ও অভিভাবকদের হয়রানির শিকার হতে হবে। দুই দিনে মোট ৩৪টি ট্রেন বাতিল থাকবে। কাজ শুরু হবে শনিবার রাত ১০টায়। শেষ হবে রবিবার রাত ৯টায়। বাতিল ট্রেনের মধ্যে রয়েছে শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-রানাঘাট ও শিয়ালদহ-শান্তিপুর লোকাল। রবিবার বাতিল থাকছে পাঁচজোড়া শিয়ালদহ-নৈহাটি, তিন জোড়া শিয়ালদহ- রানাঘাট চারজোড়া শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, দুই জোড়া শিয়ালদহ-বারাকপুর লোকাল।