প্রতিবেদন : বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) নির্দেশে হস্তক্ষেপ না করলেও তাঁর ভূমিকার সমালোচনা করল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। আদালতের মতে, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়ে সঠিক কাজ করেননি বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন এই একই বিষয় নিয়ে মামলা চলছে তখন বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশ সঠিক নয়।
আরও পড়ুন- বিচারপতিদের মুখে লাগামের আর্জি, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক
বিচার বিভাগীয় পরিকাঠামো এবং বিচার বিভাগীয় আচরণের ক্ষেত্রে এটি সঠিক উদাহরণ নয়। মারাত্মক প্রবণতা। তবে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সুজয়কৃষ্ণ। বুধবার সেই মামলার প্রেক্ষিতেই এই নির্দেশ ডিভিশন বেঞ্চের। মামলাটি সম্পর্কে বিচারপতি অমৃতা সিনহাকে সঠিকভাবে অবহিত না করার জন্য ইডি-রও সমালোচনা করেছে আদালত।