সংবাদদাতা, শিলিগুড়ি : মহকুমা পরিষদে ৫ জন কর্মাধ্যক্ষ নিযুক্ত করে পূর্ণাঙ্গ বোর্ড গঠন করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ৫ জন কর্মাধ্যক্ষের নাম ঘোষণা করেন। তিনি জানান, অর্থ দফতরের কর্মাধ্যক্ষের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন।
আরও পড়ুন-বাড়ির পরিচারিকাকে হেনস্থা করার অভিযোগে বিজেপি নেতাকে সাসপেন্ড
পূর্ত-পরিবহণ-জনস্বাস্থ্য- পরিবেশ বিভাগের কর্মাধ্যক্ষের পদে নিযুক্ত হয়েছেন প্রিয়াঙ্কা বিশ্বাস। কৃষি-সেচ-সমবায়-ক্ষুদ্রশিল্প-বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পেয়েছেন আইনুল হক। শিক্ষা-সংস্কৃতি-তথ্য ও ক্রীড়ার দফতরের দায়িত্ব পেয়েছেন ক্যাপ্টেন নলিনীরঞ্জন রায়। বন ও ভূমি সংস্কার ও প্রাণিসম্পদের দায়িত্বভার কিশোরী মোহন সিংহ এবং খাদ্য সরবরাহ ও রোগী কল্যাণের দায়িত্ব পেয়েছেন কুমুদিনী বড়াইক ঘোষ।