চা-বলয়ে অভিষেকের সভা ঘিরে উন্মাদনা

হলদিয়া মডেলে এবার চা-বলয়ে শ্রমিক সম্মেলন ও সমাবেশ। জলপাইগুড়ি জেলায় আগামী ১০ সেপ্টেম্বর শনিবার হবে সম্মেলন।

Must read

প্রতিবেদন : হলদিয়া মডেলে এবার চা-বলয়ে শ্রমিক সম্মেলন ও সমাবেশ। জলপাইগুড়ি জেলায় আগামী ১০ সেপ্টেম্বর শনিবার হবে সম্মেলন। ১১ সেপ্টেম্বর রবিবার মালবাজারের আরআর স্কুলের মাঠে বেলা ১টায় হবে সমাবেশ। তৃণমূল চা-শ্রমিক ইউনিয়ান (টিসিবিএসইউ)-এর এই সমাবেশেই উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই সমাবেশ ঘিরে চা-শ্রমিক মহলে উন্মাদনা তুঙ্গে। সংগঠনের তরফে জোরকদমে চলছে প্রস্তুতি। হচ্ছে সভাও।

আরও পড়ুন-গতি আনতে দফতর বণ্টন

এই বিষয়ে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সমাবেশের আগের দিন সম্মেলনে হলদিয়ার মডেল অনুসরণ করা হবে। এদিন চা-বলয়ের সমস্ত শ্রমিকদের নিয়ে হবে সম্মেলন। ১২০০ চা-শ্রমিক এই সম্মলনে উপস্থিত থাকবেন। হলদিয়ার মতই থাকবে কাঁচের বয়াম। জেলাভিত্তিক যে প্রতিনিধিরা উপস্থিত থাকবেন তাঁদের মধ্যে যাঁরা বলতে ইচ্ছুক তাঁরা কাগজে নাম লিখে বয়ামে জমা দেবেন। লটারি করে নাম নির্বাচন করা হবে। নেতৃত্ব যাঁরা, তাঁরা কিছু কথা বলবেন এরপর বাকি গোটা দিনই সম্মেলনের প্রতিনিধিরা বলবেন। পরের দিন অর্থাৎ ১১ তারিখ ওই সম্মেলনের নির্যাস নিয়েই চা-শ্রমিকদের এযাবৎকালের বৃহত্তর সমাবেশে আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।’’ এর আগে কালচিনি এবং নকশালবাড়িতে চা-শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মসূচি। সেই সম্মলনেও চা-শ্রমিকদের সুবিধা-অসুবিধা প্রতিটি বিষয় তুলে ধরা হয়।

আরও পড়ুন-বাড়ির পরিচারিকাকে হেনস্থা করার অভিযোগে বিজেপি নেতাকে সাসপেন্ড

উল্লেখ্য, হলদিয়া মডেল দেখে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব আইএনটিটিইউসি নেতৃত্বের কাছে সন্তোষ প্রকাশ করেন। হলদিয়া রানিচকে শ্রমিক সমাবেশের ভাষণে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই এই সমাবেশকে ‘শ্রেষ্ঠ ট্রেড ইউনিয়ন সমাবেশ’ হিসাবে চিহ্নিত করেন। এরপরই চা-বলয়ে এমন সমাবেশের নির্দেশ দেন তিনি। এবার জলপাইগুড়ির সমাবেশও যে এ যাবৎকালের চা-বলয়ে শ্রেষ্ঠ সমাবেশ হতে চলেছে তা শুধু সময়ের অপেক্ষা।

Latest article