প্রতিবেদন : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের কোর্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের (Diploma in Elementary Education) (ডিএলএড) পরীক্ষার নিয়মে পরিবর্তন। ডিএলএড-এর পরীক্ষা এবার থেকে হোম সেন্টারে হবে না। অর্থাৎ নিজের কলেজে পরীক্ষা নয় অন্য কলেজে হবে পরীক্ষাকেন্দ্রে। আগামী ২৮ নভেম্বর থেকে ডিএলএড পার্ট-২ পরীক্ষা শুরু। এই পরীক্ষা থেকেই নয়া নিয়ম কার্যকর হবে। ডিএলএড (Diploma in Elementary Education) কলেজগুলির বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত বিভিন্নরকম অভিযোগ এসেছে। অভিযোগ, কোথাও ১২ ঘণ্টা আগে পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র পৌঁছে যেত। পরীক্ষার হলে বই খুলে লিখতে দেওয়া হত। এইসব অভিযোগের কারণেই নয়া নিয়ম। পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ডিএলএড-এর পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ পেয়েছি। সেকারণেই পরীক্ষায় হোম সেন্টার না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বদলে অন্য পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে ৫৯৬টি বেসরকারি ও ৬০টি সরকারি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা কলেজ রয়েছে।
আরও পড়ুন-অভিষেকের বিরুদ্ধে সুকান্তর FIR-র আর্জি খারিজ হল আদালতে