সংবাদদাতা, হাওড়া : পথনিরাপত্তার পাঠ দিতে এবার অভিনব উদ্যোগ নিল হাওড়া পুলিশ কমিশনারেট। দুর্ঘটনা এড়াতে কী কী সাবধানতা নিতে হবে তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে তথ্যচিত্র তৈরি করলেন সিটি পুলিশের আধিকারিকরা। তাতে অভিনয়ও করেছেন পুলিশের অফিসার ও নানাস্তরের কর্মীরা। পথ নিরাপত্তা নিয়ে হাওড়া সিটি পুলিশের তৈরি ওই বিশেষ তথ্যচিত্র শহরের বিভিন্ন প্রান্তে ঘুরবে।
আরও পড়ুন-ঐতিহাসিক টাউন হলে স্বাধীনতার ইতিহাস
পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করতে মোবাইল টাওয়ার ভ্যানের মাধ্যমে শহরের জনবহুল এলাকাগুলিতে ঘুরে ঘুরে ওই তথ্যচিত্র দেখানো হবে। হাওড়া পুলিশ কমিশনারেট সূত্রে জানা গেছে, ৪ মিনিট করে দুটি তথ্যচিত্র তৈরি করা হয়েছে। সেখানে বিভিন্নভাবে ট্রাফিক সচেতনতার পাঠ তুলে ধরা হয়েছে। সাধারণ নাগরিক থেকে গাড়ির চালকদের ট্রাফিক আইন নিয়েও ওই তথ্যচিত্রে বিস্তারিতভাবে বোঝানো হয়েছে।
আরও পড়ুন-জরুরি অবস্থা
গাড়ি চালানোর সময় দুর্ঘটনা এড়াতে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, কী কী নিয়ম মেনে চলতে হবে তা ওই তথ্যচিত্র দুটিতে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কোনা এক্সপ্রেসওয়ে, বালি, বোম্বে রোডের অঙ্কুরহাটির মোড়, সালকিয়া, শিবপুর-সহ হাওড়া ময়দান, হাওড়া স্টেশনের মতো জনবহুল এলাকাগুলিতে মোবাইল ভ্যানের মাধ্যমে ওই তথ্যচিত্র দেখানো হবে।