জরুরি অবস্থা

জানা গিয়েছে, পিয়ংইয়ংয়ের এক ব্যক্তির শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। আরও কয়েকজনের করোনা পরীক্ষা করা হয়েছে।

Must read

শেষ পর্যন্ত উত্তর কোরিয়াতেও হানা দিল করোনা। এই প্রথম সরকারিভাবে উত্তর কোরিয়া করোনা আক্রান্ত হওয়ার খবর স্বীকার করল। সংক্রমণ ধরা পড়ার খবর সামনে আসতেই দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট কিম জং উন। সিল করে দেওয়া হয়েছে দেশের সীমান্ত। বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম কেসিএনএ করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে।

আরও পড়ুন-ভারতের ৮৯% শিশুই পর্যাপ্ত খাবার পায় না

জানা গিয়েছে, পিয়ংইয়ংয়ের এক ব্যক্তির শরীরে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। আরও কয়েকজনের করোনা পরীক্ষা করা হয়েছে। মনে হচ্ছে তাঁরাও আক্রান্ত হয়েছেন। আক্রান্তের খবর জানার সঙ্গে সঙ্গেই পলিটব্যুরোর সঙ্গে বৈঠকে করেন কিম। দেশের প্রকৃত পরিস্থিতি আসলে ভয়ঙ্কর। দেশের প্রায় আড়াই কোটি মানুষের একজনও করোনার টিকা পাননি।

Latest article