ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শালিমারের তিন নম্বর গেটের রবীন্দ্রনগর আবাসনে। আবাসনে আশ্রয় নিয়েছিল কুকুর। এর ফলেই দড়ি ও তার দিয়ে মুখ বেঁধে শ্বাসরোধ করে একাধিক কুকুরকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনার সময় আবাসনের সব সিসিটিভি ক্যামেরা বন্ধ রাখা হয়েছিল। এই নিয়ে বোটানিক্যাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-সবরীমালা মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, জখম ৬২
স্থানীয় বাসিন্দা সূত্রে খবর গত রবিবার দুপুরে কুকুরগুলিকে হত্যা করা হয়। সোমবার বিষয়টি প্রকাশ্যে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার দুপুরে চার-পাঁচজন ব্যক্তি কুকুরদের নৃশংসভাবে হত্যা করে। আবাসনের এক ব্যক্তি এর পেছনে রয়েছে বলে তারা দাবি জানান।
তাঁদের সামনেই তার দিয়ে তিনটি কুকুরের মুখ বাঁধা হচ্ছিল বলেন প্রত্যক্ষদর্শীরা। তারা প্রতিবাদ করেছিলেন। কিন্তু ‘হত্যাকারীদের’ সংখ্যা বেশি হওয়ায় বেশি কিছু বলা যায়নি। প্রমাণ লোপাট করতে ছোট গাড়িতে করে কুকুরদের দেহ ঘুরে ফেলে আসা হয়। তাঁরা কেন বাকিদের ডাকেননি, সেই সদুত্তর দিতে পারেননি।
পরদিন সকালে আলমপুরের কাছে জাতীয় সড়কের একটি ঝোপের মধ্যে থেকে একটি কুকুরের দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা।