এবারও একটা জুমলা: দোলা

সমীক্ষা অনুযায়ী করোনা অতিমারি এবং নোটবন্দির সময়ে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের মহিলা সম্প্রদায় অথচ তাদের নিয়ে মোদি সরকার কিছুই করেনি।

Must read

প্রতিবেদন : মহিলা সংরক্ষণ বিলের সমর্থন করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন বলেছেন, মহিলা সংরক্ষণ বিল মোদি সরকারের অন্যান্য নির্বাচনী জুমলার মতো আরও একটি জুমলা। এর আগেও মোদি সরকার এনআরসি, সিএএ, কৃষি বিলের সিদ্ধান্ত নিয়ে কী করেছিল তা আমরা সকলেই জানি।

আরও পড়ুন-সামনের লোকসভাতেই ৩৩% মহিলা প্রার্থী দিয়ে দেখাক বিজেপি, দাবি ডেরেকের

বৃহস্পতিবার বিলের উপর বক্তব্য রাখতে গিয়ে রাজ্যসভায় দোলা বলেন, প্রথমবারের মতো সংসদে আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। যদি সত্যিই মহিলা ক্ষমতায়নের জন্য ভাবতে হয় তাহলে অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করা উচিত। কারণ তিনি দেখিয়ে দিয়েছেন মহিলাদের কীভাবে স্বনির্ভর করা যায় এবং লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে তিনি যথার্থ অর্থেই মহিলাদের পাশে দাঁড়িয়েছেন। সমীক্ষা অনুযায়ী করোনা অতিমারি এবং নোটবন্দির সময়ে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল দেশের মহিলা সম্প্রদায় অথচ তাদের নিয়ে মোদি সরকার কিছুই করেনি।

Latest article