সংবাদদাতা, কোচবিহার : নিশীথ প্রামাণিক আলিপুরদুয়ারে সোনার দোকানে ডাকাতির মামলায় আসামি এবং বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় দিনহাটায় ব্যাঙ্ক ডাকাতির মামলায় আসামি। এইসব ডাকাতদের ক্ষমতায় নিয়ে এলে মানুষের রাতের ঘুম কেড়ে নেবে। তাই এদের বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে রুখে দাঁড়াতে হবে।
আরও পড়ুন-অ্যাম্বুল্যান্স নিয়ে নোংরা রাজনীতি বিরোধীদের
তুফানগঞ্জের বালাভূত এলাকায় জনসভায় এভাবেই বিজেপির নেতা মন্ত্রীদের এক হাত নিলেন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার তুফানগঞ্জ-১ ব্লকের বালাভূত গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তুফানগঞ্জ-১/বি ব্লক সভাপতি প্রদীপকুমার বসাক, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী-সহ বালাভুত অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অনান্যরা।
আরও পড়ুন-পরিষেবায় রাজ্যে প্রথম বালুরঘাট জেলা হাসপাতাল
এদিন বক্তব্য রাখতে গিয়ে উদয়ন গুহ বলেন— স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ২০০৯ সালে আলিপুরদুয়ারের সোনার দোকানে ডাকাতির মামলার আসামি। ধরা পড়ে ৪০ দিন জেলও খেটেছেন। এবং ১৯৯৫ সালে দিনহাটার সাহেবগঞ্জে সেন্ট্রাল ব্যাংকের ডাকাতি হয়েছিল সেই ডাকাতির ঘটনায় অন্যতম আসামি বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় এই মামলার অন্যতম আসামি। এই মামলায় তিনি জেল খেটেছেন। দিনহাটা আদালতে মামলা এখনও চলছে। এইসব ডাকাতরা ক্ষমতায় এলে মানুষের রাতের ঘুম কেড়ে নেবে। তাই আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধভাবে লড়াই করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।