অ্যাম্বুল্যান্স নিয়ে নোংরা রাজনীতি বিরোধীদের

সোমবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, অ্যাম্বল্যান্স মৃতদেহ নিয়ে যায় না। তার জন্য শববাহী গাড়ি রয়েছে।

Must read

প্রতিবেদন : মানবিকতা নয়। অ্যাম্বুল্যান্স নিয়ে রাজনীতি করছে বিরোধীরা। কালিয়াগঞ্জের ঘটনায় বিজেপি-সহ রাজ্যের বিরোধী দলগুলি। সোমবার তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এই বিষয়ে বলেন, অ্যাম্বল্যান্স মৃতদেহ নিয়ে যায় না। তার জন্য শববাহী গাড়ি রয়েছে। বিরোধীরা এই ঘটনা নিয়ে বাজে রাজনীতি করেছে। এদিকে এই ঘটনায় ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

আরও পড়ুন-পরিষেবায় রাজ্যে প্রথম বালুরঘাট জেলা হাসপাতাল

জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্ট তলব করেছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে আগামী ৩১ মে-র মধ্যে ওই ঘটনার বিস্তারিত রিপোর্ট কমিশনের কাছে পাঠাতে বলা হয়েছে। সোমবার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফা নগর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিপাড়ায় মৃত ওই শিশুর বাড়িতে যায় তৃণমূল নেতৃত্ব। মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা দেবশর্মা, জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবশর্মা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি গোলাম মোস্তাক-সহ অন্যানরা কী কারণে তার ছেলের মৃতদেহ ব্যাগে নিয়ে এলেন অসীম দেবশর্মা তা জানতে চান তার কাছে। শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব বলেন, অ্যাম্বুল্যান্স পরিষেবা স্বাভাবিক থাকে। সমস্যার সমাধানে একটি বৈঠক ডাকা হয়েছে।

Latest article