চালাকি করবেন না ধমক চন্দ্রচূড়ের

মঙ্গলবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় আবেদনটির সংশ্লিষ্ট মামলার শুনানির জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেন।

Must read

নয়াদিল্লি : তাঁর মামলার আবেদন যেন জরুরি ভিত্তিতে শোনা হয়, এই আর্জি জানাতে গিয়ে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের কড়া ভর্ৎসনার মুখে পড়লেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতি চন্দ্রচূড় আবেদনটির সংশ্লিষ্ট মামলার শুনানির জন্য ১৭ এপ্রিল দিন ধার্য করেন। তার প্রেক্ষিতে ওই আইনজীবী সুপ্রিম কোর্টকে আরও দ্রুত শুনানির জন্য অনুরোধ করেন।

আরও পড়ুন-বিরোধী ঐক্যের স্বার্থে আদানি নিয়ে জেপিসি তদন্তে রাজি পাওয়ার

প্রধান বিচারপতির বেঞ্চে আইনজীবী বলেন, অনুমতি মিললে তিনি অন্য বেঞ্চের সামনে তাঁর আবেদনটি উল্লেখ করতে চান। আইনজীবীর এই বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান প্রধান বিচারপতি। আইনজীবীকে ভর্ৎসনা করে চন্দ্রচূড় বলেন, আমার সঙ্গে একদম এই ধরনের চালাকি করবেন না। দ্রুত শুনানি চেয়ে এখানে এবং অন্য কোথাও উল্লেখ করবেন না। আইনজীবী তখন ক্ষমাপ্রার্থনা করলে প্রধান বিচারপতি পাল্টা বলেন, আপনি ক্ষমাপ্রার্থী এটা মানছি। কিন্তু আমার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করবেন না। এটা যদি ১৭ তারিখের জন্য তালিকাভুক্ত করা হয়, তবে ১৭ এপ্রিলই শুনানি হবে।

Latest article